ETV Bharat / state

2 বছর আগে নিখোঁজ বিহারের 2 কিশোরকে উদ্ধার

জানা গিয়েছে, করণদিঘি থানার দোমোহনা বিকোর এলাকায় দুই কিশোরকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা । জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তাদের নাম ।

author img

By

Published : Sep 21, 2020, 10:27 PM IST

Raiganj
Raiganj

রায়গঞ্জ, 21 সেপ্টেম্বর : প্রায় দুবছর আগে নিখোঁজ হয়ে যাওয়া বিহারের দুই কিশোরকে উদ্ধার করল করণদিঘি থানার পুলিশ ও জেলা চাইল্ড লাইন । উদ্ধার হওয়া দুই কিশোর আশিস মণ্ডল ও উমিত যাদবকে আপাতত কালিয়াগঞ্জের কুনোরে অবস্থিত চাইল্ড ওয়েলফেয়ার কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে । পরবর্তীতে বিহারের বেগুসরাই ও সাহেবগঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা চাইল্ড লাইন ও জেলা প্রশাসন ।

জানা গিয়েছে, করণদিঘি থানার দোমোহনা বিকোর এলাকায় দুটি কিশোরকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা । জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তাদের নাম । উমিতের বাড়ি বিহারের বেগুসরাইতে এবং আশিসের বাড়ি সাহেবগঞ্জে। এপরেই স্থানীয় বাসিন্দারা করণদিঘি থানার পুলিশ ও জেলা চাইল্ড লাইনের সদস্যদের খবর দেন । করণদিঘি থানার IC দেবব্রত ঝাঁ এবং উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের সদস্য উত্তম দাস দুই কিশোরকে উদ্ধার করে । প্রথমে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয় তাদের । জিজ্ঞাসাবাদ করে জানা যায় দুবছর আগে তারা বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যায় ।

এই বিষয়ে চাইল্ড লাইনের সদস্য উত্তম দাস বলেন, " এই দুই কিশোর প্রায় দু'বছর আগে বিহারের দুটি পৃথক জায়গা থেকে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল । তাদের সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি রয়েছে বলে জানতে পেরেছি । দু'বছর ধরে বিভিন্ন জায়গায় উদ্দেশ্যহীনভাবে নানান কাজ করার পর এদিন তাদের করণদিঘি এলাকাতে ঘুরে বেড়াতে দেখা যায়। তার পরেই আমরা তাদের তুলে নিয়ে এসেছি । ওই 2 কিশোরকে বর্তমানে হোমে রাখা হবে । পরবর্তীকালে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে । "

রায়গঞ্জ, 21 সেপ্টেম্বর : প্রায় দুবছর আগে নিখোঁজ হয়ে যাওয়া বিহারের দুই কিশোরকে উদ্ধার করল করণদিঘি থানার পুলিশ ও জেলা চাইল্ড লাইন । উদ্ধার হওয়া দুই কিশোর আশিস মণ্ডল ও উমিত যাদবকে আপাতত কালিয়াগঞ্জের কুনোরে অবস্থিত চাইল্ড ওয়েলফেয়ার কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে । পরবর্তীতে বিহারের বেগুসরাই ও সাহেবগঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা চাইল্ড লাইন ও জেলা প্রশাসন ।

জানা গিয়েছে, করণদিঘি থানার দোমোহনা বিকোর এলাকায় দুটি কিশোরকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা । জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তাদের নাম । উমিতের বাড়ি বিহারের বেগুসরাইতে এবং আশিসের বাড়ি সাহেবগঞ্জে। এপরেই স্থানীয় বাসিন্দারা করণদিঘি থানার পুলিশ ও জেলা চাইল্ড লাইনের সদস্যদের খবর দেন । করণদিঘি থানার IC দেবব্রত ঝাঁ এবং উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের সদস্য উত্তম দাস দুই কিশোরকে উদ্ধার করে । প্রথমে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয় তাদের । জিজ্ঞাসাবাদ করে জানা যায় দুবছর আগে তারা বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যায় ।

এই বিষয়ে চাইল্ড লাইনের সদস্য উত্তম দাস বলেন, " এই দুই কিশোর প্রায় দু'বছর আগে বিহারের দুটি পৃথক জায়গা থেকে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল । তাদের সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি রয়েছে বলে জানতে পেরেছি । দু'বছর ধরে বিভিন্ন জায়গায় উদ্দেশ্যহীনভাবে নানান কাজ করার পর এদিন তাদের করণদিঘি এলাকাতে ঘুরে বেড়াতে দেখা যায়। তার পরেই আমরা তাদের তুলে নিয়ে এসেছি । ওই 2 কিশোরকে বর্তমানে হোমে রাখা হবে । পরবর্তীকালে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.