ETV Bharat / state

জুয়ার টাকা শোধ করতে না পেরে আত্মহত্য়া প্রাথমিক শিক্ষকের - জুয়া

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদের কারণেই আত্মহত্য়া করেছেন প্রাথমিক শিক্ষক সুদীপ রায় ৷ তবে মৃত্য়ুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য় অপেক্ষা করছেন তদন্তকারীরা ৷

uttar-dinajpur-a-primary-school-teacher-committed-suicide
জুয়ার টাকা শোধ করতে না পেরে আত্মহত্য়া প্রাথমিক শিক্ষকের
author img

By

Published : Nov 23, 2020, 7:59 PM IST

কালিয়াগঞ্জ, 23 নভেম্বর : জুয়ায় খেলা টাকা শোধ করতে না পেরে আত্মহত্য়া করলেন এক প্রাথমিক শিক্ষক ৷ গতকাল সকালে কালিয়াগঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দা সুদীপ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, সুদীপ রায় IPL সহ অন্য় ক্রিকেট টুর্নামেন্টে প্রায় জুয়া খেলতেন ৷ তেমনই এবারও IPL-এ জুয়া খেলেছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে ৷ তবে এবার সেই জুয়ায় হেরে অনেক টাকা দেনা হয়ে যায় সুদীপ রায়ের ৷ সেই টাকা শোধ করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷ শুধু তাই নয়, পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, 6 বছর আগে জুয়ার টাকা শোধ করতে কলকাতায় এসে নিজের কিডনি পর্যন্ত বিক্রি করেছিলেন সুদীপ রায় ৷ সেই ঘটনার পরেও তিনি জুয়ার নেশা থেকে বেরিয়ে আসতে পারেননি ৷ মাস ছ’য়েক আগেও একবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন তিনি ৷ সেবার পরিবারের সদস্যরা টের পেয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি ৷ রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে গেলে পরিবার কিডনি বিক্রির বিষয়টি জানতে পারে ৷ তবে এবার আর শেষ রক্ষা হল না ৷ সোমবার সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্য়রা ৷ তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছে ৷ পুলিশ ঘটনাস্থানে গিয়ে সুদীপ রায়ের দেহ উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জ়েনারেল হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় । পরে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদের কারণেই আত্মহত্য়া করেছেন প্রাথমিক শিক্ষক সুদীপ রায় ৷ তবে মৃত্য়ুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য় অপেক্ষা করছেন তদন্তকারীরা ৷ একটি অস্বাভাবিক মৃত্য়ুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কালিয়াগঞ্জ, 23 নভেম্বর : জুয়ায় খেলা টাকা শোধ করতে না পেরে আত্মহত্য়া করলেন এক প্রাথমিক শিক্ষক ৷ গতকাল সকালে কালিয়াগঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দা সুদীপ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, সুদীপ রায় IPL সহ অন্য় ক্রিকেট টুর্নামেন্টে প্রায় জুয়া খেলতেন ৷ তেমনই এবারও IPL-এ জুয়া খেলেছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে ৷ তবে এবার সেই জুয়ায় হেরে অনেক টাকা দেনা হয়ে যায় সুদীপ রায়ের ৷ সেই টাকা শোধ করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷ শুধু তাই নয়, পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, 6 বছর আগে জুয়ার টাকা শোধ করতে কলকাতায় এসে নিজের কিডনি পর্যন্ত বিক্রি করেছিলেন সুদীপ রায় ৷ সেই ঘটনার পরেও তিনি জুয়ার নেশা থেকে বেরিয়ে আসতে পারেননি ৷ মাস ছ’য়েক আগেও একবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন তিনি ৷ সেবার পরিবারের সদস্যরা টের পেয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি ৷ রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে গেলে পরিবার কিডনি বিক্রির বিষয়টি জানতে পারে ৷ তবে এবার আর শেষ রক্ষা হল না ৷ সোমবার সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্য়রা ৷ তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছে ৷ পুলিশ ঘটনাস্থানে গিয়ে সুদীপ রায়ের দেহ উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জ়েনারেল হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় । পরে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদের কারণেই আত্মহত্য়া করেছেন প্রাথমিক শিক্ষক সুদীপ রায় ৷ তবে মৃত্য়ুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য় অপেক্ষা করছেন তদন্তকারীরা ৷ একটি অস্বাভাবিক মৃত্য়ুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.