ETV Bharat / state

স্নান করতে এসে নদীতে তলিয়ে গেল 2 যুবক - UTTAR DINAJPUR

নদীতে স্নান করতে এসে নদীর জলে তলিয়ে গেল দুই যুবক । ঘটনাটি ঘটেছে বিহারের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের বলদিহাট ঘাটে । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মৃত দুই যুবকের নাম জানা যায়নি । ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছান বাংলা-বিহার পুলিশ । এদিন পাঁচজন যুবক স্নান করতে আসে নদীতে । স্নান করতে করতে একটি যুবক হঠাৎই গভীর জলে গিয়ে ডুবে যায় । তাকে বাঁচাতে গিয়ে আরও এক যুবক নদীর জলে তলিয়ে যায় ।

বাংলা-বিহার সীমান্তের বলদিহাট ঘাটে স্নান করতে এসে নদীতে তলিয়ে গেল দুই যুবক
বাংলা-বিহার সীমান্তের বলদিহাট ঘাটে স্নান করতে এসে নদীতে তলিয়ে গেল দুই যুবক
author img

By

Published : Jun 16, 2021, 11:01 PM IST

রায়গঞ্জ, 16 জুন : নদীতে স্নান করতে এসে নদীর জলে তলিয়ে গেল দুই যুবক । ঘটনাটি ঘটেছে বিহারের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের বলদিহাট ঘাটে । মৃত দুই যুবকের নাম জানা যায়নি । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাংলা-বিহার পুলিশ । পাশাপাশি ঘটনাস্থলে আছেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল ।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, এদিন পাঁচজন যুবক স্নান করতে আসে নদীতে । ইসলামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইরানি বস্তি এলাকার পাঁচ যুবক এদিন বিহারের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের বলদিহাট নদীর ঘাটে স্নান করতে এসেছিল । এরপর হটাৎ তাদের মধ্যে এক যুবক গভীর জলে গিয়ে ডুবে যায় । তাকে বাঁচাতে গিয়ে ওই যুবকের সাথে আরও এক যুবক নদীর জলে তলিয়ে যায় ।

বাংলা-বিহার সীমান্তের বলদিহাট ঘাটে স্নান করতে এসে নদীতে তলিয়ে গেল দুই যুবক

আরও পড়ুন...বাতিল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক, হতাশ রায়গঞ্জের ছাত্র-ছাত্রীরা

এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসেন বহু মানুষ । স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজখুঁজি শুরু করলেও তাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি । ঘটনাস্থলে আসেন বাংলা-বিহার পুলিশ । পাশাপাশি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল । এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

রায়গঞ্জ, 16 জুন : নদীতে স্নান করতে এসে নদীর জলে তলিয়ে গেল দুই যুবক । ঘটনাটি ঘটেছে বিহারের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের বলদিহাট ঘাটে । মৃত দুই যুবকের নাম জানা যায়নি । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাংলা-বিহার পুলিশ । পাশাপাশি ঘটনাস্থলে আছেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল ।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, এদিন পাঁচজন যুবক স্নান করতে আসে নদীতে । ইসলামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইরানি বস্তি এলাকার পাঁচ যুবক এদিন বিহারের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের বলদিহাট নদীর ঘাটে স্নান করতে এসেছিল । এরপর হটাৎ তাদের মধ্যে এক যুবক গভীর জলে গিয়ে ডুবে যায় । তাকে বাঁচাতে গিয়ে ওই যুবকের সাথে আরও এক যুবক নদীর জলে তলিয়ে যায় ।

বাংলা-বিহার সীমান্তের বলদিহাট ঘাটে স্নান করতে এসে নদীতে তলিয়ে গেল দুই যুবক

আরও পড়ুন...বাতিল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক, হতাশ রায়গঞ্জের ছাত্র-ছাত্রীরা

এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসেন বহু মানুষ । স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজখুঁজি শুরু করলেও তাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি । ঘটনাস্থলে আসেন বাংলা-বিহার পুলিশ । পাশাপাশি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল । এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.