ETV Bharat / state

রায়গঞ্জে মধুচক্রের আসর থেকে আটক দুই মহিলা - Prostitution

বৃহস্পতিবার রায়গঞ্জের উকিলপাড়ার রামকৃষ্ণ স্কুলের কাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা ৷ জানা গিয়েছে, ওই দুই মহিলার বাড়ি রায়গঞ্জ শহরেই ।

two-lady-detaind-by-police-at-rainganj-in-allegation-of-prostitution
রায়গঞ্জে শহরে মধুচক্রের আসর থেকে আটক দুই মহিলা
author img

By

Published : Aug 19, 2021, 9:58 PM IST

রায়গঞ্জ, 19 অগস্ট : দিনে দুপুরে মধুচক্রের আসর থেকে দুই মহিলাকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ । বৃহস্পতিবার রায়গঞ্জের উকিলপাড়ার রামকৃষ্ণ স্কুলের কাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা ৷ জানা গিয়েছে, ওই দুই মহিলার বাড়ি রায়গঞ্জ শহরেই ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়গঞ্জের উকিলপাড়ার একটি বাড়িতে মধুচক্রের আসর বসেছিল । কোনও সময় দুপুরে, আবার কোনও সময় সন্ধ্যার দিকে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত । বহিরাগত মহিলা ও পুরুষ ওই বাড়িতে নিত্যদিন আসায় সন্দেহ হয় আশপাশের বাসিন্দাদের মধ্যে ।

আরও পড়ুন : BJP MLA : স্বামীকে ছেড়ে বিজেপি বিধায়কের দ্বিতীয় বিয়ে ? বিরোধীদের অপপ্রচার, অভিযোগ চন্দনার

এই নিয়ে সরব হন স্থানীয় বাসিন্দারা ৷ পাড়ার মধ্যে এসব অসামাজিক কার্যকলাপে বন্ধে তৎপর হন তাঁরা । বৃহস্পতিবার অপেক্ষায় ছিলেন পাড়ার বাসিন্দারা । তাঁদের দাবি, এদিন বিকেলের দিকে দুই মহিলা আচমকাই বাড়িতে যায় । এরপরই বেশকিছুক্ষণ ওই বাড়ির গেট বন্ধ থাকায় চড়াও হন স্থানীয় লোকজন । বাড়ির সামনে বিক্ষোভও দেখায় এলাকাবাসী । পরে দুই মহিলাকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন তাঁরা ৷

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বহিরাগত মহিলারা আসত । বাইরে থেকে আসত পুরুষরাও । প্রথম প্রথম সন্দেহ না করলেও নিত্যদিন বাইরের লোকজনের আনা গোনায় বিষয়টি বুঝতে অসুবিধা হয়নি তাঁদের । এদিন হাতে নাতে পাকড়াও করা হয় দুই মহিলাকে । তাদের বাড়ি রায়গঞ্জ শহরেই । পাড়ার মধ্যে অসামাজিক কার্যকলাপ অবিলম্বে বন্ধের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ।

আরও পড়ুন : Pori Moni: মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি

রায়গঞ্জ, 19 অগস্ট : দিনে দুপুরে মধুচক্রের আসর থেকে দুই মহিলাকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ । বৃহস্পতিবার রায়গঞ্জের উকিলপাড়ার রামকৃষ্ণ স্কুলের কাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা ৷ জানা গিয়েছে, ওই দুই মহিলার বাড়ি রায়গঞ্জ শহরেই ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়গঞ্জের উকিলপাড়ার একটি বাড়িতে মধুচক্রের আসর বসেছিল । কোনও সময় দুপুরে, আবার কোনও সময় সন্ধ্যার দিকে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত । বহিরাগত মহিলা ও পুরুষ ওই বাড়িতে নিত্যদিন আসায় সন্দেহ হয় আশপাশের বাসিন্দাদের মধ্যে ।

আরও পড়ুন : BJP MLA : স্বামীকে ছেড়ে বিজেপি বিধায়কের দ্বিতীয় বিয়ে ? বিরোধীদের অপপ্রচার, অভিযোগ চন্দনার

এই নিয়ে সরব হন স্থানীয় বাসিন্দারা ৷ পাড়ার মধ্যে এসব অসামাজিক কার্যকলাপে বন্ধে তৎপর হন তাঁরা । বৃহস্পতিবার অপেক্ষায় ছিলেন পাড়ার বাসিন্দারা । তাঁদের দাবি, এদিন বিকেলের দিকে দুই মহিলা আচমকাই বাড়িতে যায় । এরপরই বেশকিছুক্ষণ ওই বাড়ির গেট বন্ধ থাকায় চড়াও হন স্থানীয় লোকজন । বাড়ির সামনে বিক্ষোভও দেখায় এলাকাবাসী । পরে দুই মহিলাকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন তাঁরা ৷

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বহিরাগত মহিলারা আসত । বাইরে থেকে আসত পুরুষরাও । প্রথম প্রথম সন্দেহ না করলেও নিত্যদিন বাইরের লোকজনের আনা গোনায় বিষয়টি বুঝতে অসুবিধা হয়নি তাঁদের । এদিন হাতে নাতে পাকড়াও করা হয় দুই মহিলাকে । তাদের বাড়ি রায়গঞ্জ শহরেই । পাড়ার মধ্যে অসামাজিক কার্যকলাপ অবিলম্বে বন্ধের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ।

আরও পড়ুন : Pori Moni: মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.