ETV Bharat / state

BJP-র মিছিলে যোগ দেওয়ায় টোটো চালককে মারধর, অভিযুক্ত তৃণমূল - Toto driver beaten

টোটো বাতিল করে ই-রিক্সা চালুর বিরুদ্ধে আজ পথে নামে রায়গঞ্জের BJP প্রভাবিত শ্রমিক সংগঠন।

বিপ্লব রজক
author img

By

Published : Jul 7, 2019, 11:22 PM IST

Updated : Jul 7, 2019, 11:48 PM IST

রায়গঞ্জ, 7 জুলাই : টোটো বাতিল করে ই-রিক্সা চালু করতে চলেছে প্রশাসন । এর প্রতিবাদে আজ রায়গঞ্জে প্রতিবাদ মিছিল করে BJP প্রভাবিত টোটো চালক শ্রমিক সংগঠন । সেই মিছিলে যোগ দেওয়ায় এক টোটো চালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । রায়গঞ্জ পৌরস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে । আক্রান্ত টোটো চালকের নাম বিপ্লব রজক ।

টোটো নয়, শহরে চলবে ই-রিক্সা । এই সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ পৌরসভা । টোটো চালকদের একাংশের অভিযোগ, লাখ লাখ টাকা ট্যাক্স নিয়ে টোটোর লাইসেন্স দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ । অথচ এখন তা তুলে দিয়ে ই-রিক্সা চালু করতে চলেছে প্রশাসন ।

প্রহৃত টোটো চালকের বক্তব্য

এরই প্রতিবাদে আজ রায়গঞ্জ শহরে মিছিল করে BJP-র টোটো চালক সংগঠন । মিছিল কসবা মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড়ে শেষ হয় । অভিযোগ, মিছিল সেরে টোটো চালক বিপ্লব রজক পৌরস্ট্যান্ডে এলে তাঁর পথ আটকায় তৃণমূলকর্মীরা । শুরু হয় মারধর । BJP কর্মীরা ঘটনাস্থানে এলে পালিয়ে যায় তারা । বিপ্লব রজককে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । অভিযুক্ত তৃণমূলকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।

রায়গঞ্জ, 7 জুলাই : টোটো বাতিল করে ই-রিক্সা চালু করতে চলেছে প্রশাসন । এর প্রতিবাদে আজ রায়গঞ্জে প্রতিবাদ মিছিল করে BJP প্রভাবিত টোটো চালক শ্রমিক সংগঠন । সেই মিছিলে যোগ দেওয়ায় এক টোটো চালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । রায়গঞ্জ পৌরস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে । আক্রান্ত টোটো চালকের নাম বিপ্লব রজক ।

টোটো নয়, শহরে চলবে ই-রিক্সা । এই সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ পৌরসভা । টোটো চালকদের একাংশের অভিযোগ, লাখ লাখ টাকা ট্যাক্স নিয়ে টোটোর লাইসেন্স দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ । অথচ এখন তা তুলে দিয়ে ই-রিক্সা চালু করতে চলেছে প্রশাসন ।

প্রহৃত টোটো চালকের বক্তব্য

এরই প্রতিবাদে আজ রায়গঞ্জ শহরে মিছিল করে BJP-র টোটো চালক সংগঠন । মিছিল কসবা মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড়ে শেষ হয় । অভিযোগ, মিছিল সেরে টোটো চালক বিপ্লব রজক পৌরস্ট্যান্ডে এলে তাঁর পথ আটকায় তৃণমূলকর্মীরা । শুরু হয় মারধর । BJP কর্মীরা ঘটনাস্থানে এলে পালিয়ে যায় তারা । বিপ্লব রজককে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । অভিযুক্ত তৃণমূলকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।

Intro:রায়গঞ্জ, ৭ জুলাই, প্রসুন মৈত্র: বিজেপির প্রতিবাদ মিছিলে যাওয়ায় এক টোটো চালক কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দুপুর আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের পৌর বাস স্ট্যান্ড এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ হাসপাতাল তাকে ছেড়ে দেয়। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

এদিন দুপুরে রাস্তায় আর টোটো নয়, চলবে ই-রিক্সা, রাজ্যের অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপির টোটো চালক শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ অসংগঠিত ট্রেড ইউনিয়ন সেল। কয়েক হাজার টোটো চালকেরা রায়গঞ্জ শহরের দেবীনগর কসবা মোড় থেকে মিছিল করে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ করে।তাদের দাবি, লক্ষ লক্ষ টাকা ট্যাক্স নিয়ে হাজার হাজার টোটোর লাইসেন্স দিয়েছে রায়গঞ্জ পুরসভা। অথচ এখন রাজ্য সরকার টোটোর বদলে ই-রিক্সা চালু করতে চাইছে। ইতিমধ্যেই ফরম্যান জারি করেছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে আজ রায়গঞ্জ শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হল বলে জানানো হয়েছে। ওই মিছিল শেষে টোটো চালক বিপ্লব রজক পৌর বাস স্ট্যান্ডে এসে তার টোটো নিয়ে ভাড়া নিয়ে গেলে পথ আটকে দাঁড়ায় তৃণমূলের কর্মীরা বলে অভিযোগ। কেন সে বিজেপির প্রতিবাদ মিছিলে গিয়েছিল সেজন্য তাকে বেধড়ক মারধোর করে। খবর পেয়ে বিজেপি সংগঠনের কর্মীরা ঘটনাস্থলে পৌছলে তারা পালিয়ে যায়। সেখান থেকে ওই টোটো চালককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।

বাইট : বিপ্লব রজক (আহত টোটো চালক)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Jul 7, 2019, 11:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.