রায়গঞ্জ, ৪ জানুয়ারি : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকদের ধর্না অবস্থান আজ 15 দিনে পড়ল । স্থায়ী কোনও সমাধান না মেলায় সোমবার থেকে উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেন তাঁরা । বিশ্ববিদ্যালয়ের 24 জন অতিথি অধ্যাপক এই অবস্থানে যোগ দিয়েছেন । আন্দোলনের জেরে বন্ধ হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম । আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন লাগাতার চালানো হবে ।
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজকেই রাজ্য সরকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে । তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থাকাকালীন 2009 সাল থেকে কলেজের ছাত্রছাত্রীদের পাঠদান করছেন বেশকিছু অতিথি অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পরেও তাঁরা অতিথি অধ্যাপক হিসেবে কাজ করে আসছেন । অথচ তাঁরা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছেন না । এখনও তাঁদের স্টেট এডেড কলেজ টিচার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি । এমনকী লকডাউনে তাঁদের সাম্মানিক পর্যন্ত দেওয়া হয়নি । চরম দুরূহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা ।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার আগে 11 জন এবং বিশ্ববিদ্যালয় হওয়ার পর 13 জন- মোট 24 জন অতিথি অধ্যাপক শিক্ষকদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তাঁরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রাজ্য সরকার যতদিন না তাঁদের স্টেট এডেড কলেজ টিচার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন ততদিন রাতদিন লাগাতার এই ধর্না অবস্থান আন্দোলন চলবে বলে জানা গেছে। উল্লেখ্য, ইতিমধ্যেই অতিথি অধ্যাপকদের এই আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত এবং শাসক দলের ইটাহারের বিধায়ক অমল আচার্য্য।