রায়গঞ্জ, 13 জুলাই: ভোট পরবর্তী হিংসায় ফের অভিযুক্ত তৃণমূল কংগ্রেস ৷ নির্দল প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ায় তৃণমূল সমর্থক আলিমুদ্দিন আহমেদের উপর চড়াও তৃণমূল বলে অভিযোগ ৷ বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয় । ঘটনা রায়গঞ্জের ইটাহার থানার সুরুন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডামডুলিয়া গ্রামের ৷ সংঘর্ষে আহত হয়েছেন 10 জন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ৷ রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আহতরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার সুরুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী মুস্তাক আলম ৷ পঞ্চায়েত নির্বাচনে তাঁর সমর্থনে ভোট দিয়েছিলেন মহম্মদ আলিমুদ্দিন আহমেদ । এলাকায় হাতুড়ে চিকিৎসক হিসাবে পরিচিত আলিমুদ্দিন আহমেদ বুধবার রাতে ওষুধের দোকানে ছিলেন ৷ সেই সময়েই বাড়ির কাছে অশান্তির খবর পেয়ে তড়িঘড়ি দোকান বন্ধ করে ফিরে আসেন আলিমুদ্দিন ৷ অশান্তি চলাকালীন হঠাৎই তৃণমূল সমর্থকরা আলিমুদ্দিনের বাড়িতে ঢুকে রড নিয়ে হামলা চালায় তাঁর উপর ৷ তাঁকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে জখম হন আলিমুদ্দিনের মেয়ে, স্ত্রী-সহ তিন দলীয় সমর্থক ৷
আরও পড়ুন: কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে দেশ চলে না, বিজেপিকে তোপ মমতার
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ ৷ উদ্ধার করে আলিমুদ্দিন সাহেব ও তার পরিবারের সদস্যদের। আহতদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি ঘটায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিকত করা হয়েছে ৷ জখম আলিমুদ্দিন বলেন, " আমরা পঞ্চায়েত ভোটে নির্দলকে ভোট দিয়েছি ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী মোজাইদ আলমকে ভোট দিইনি । তার বদলে নির্দল প্রার্থী মুস্তাক আলমকে ভোট দিয়েছি । আমরাও তৃণমূল কংগ্রেস করি। নির্দল প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃ্তীরা এসে আমায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় ।"
আরও পড়ুন: গড়ফায় তৃণমূল নেতাকে আক্রমণ মানসিক ভারসামহীন ব্যক্তির! গ্রেফতার অভিযুক্ত
পঞ্চায়েত নির্বাচনে ভোট পরবর্তী হিংসা চলছেই । গণনা শেষ । ফলাফস প্রকাশিত । তারপরেও থেমে নেই হিংসা ।