ETV Bharat / state

ইসলামপুরে গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রুকিয়া বেগমের স্বামী ইফতেকার আহমেদকে গুলি করে দুষ্কৃতীরা ।

Shooted husband of Gunjariya Gram Panchayat member
গুলিবিদ্ধ গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী
author img

By

Published : Jul 1, 2020, 2:31 AM IST

রায়গঞ্জ, 1 জুলাই : গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস পরিচালিত গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী । তাঁকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে ।

গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রুকিয়া বেগমের স্বামী ইফতেকার আহমেদ গতকাল বাজার করে হেঁটে বাড়ি ফিরছিলেন । সেই সময় বাড়ির খুব কাছেই দুস্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । রক্তাক্ত অবস্থায় ইফতেকারকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । খবর ছড়িয়ে পড়তে তৃণমূল কংগ্রেস সমর্থকরা হাসপাতালে পৌঁছান । খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে ।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা জাভেদ আখতার বলেন, তাঁকে কী কারণে গুলি করা হল তা বোঝা যাচ্ছে না ।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার বলেন, অভিযুক্ত বেশ কয়েকজনের নাম পেয়েছেন তাঁরা । তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

রায়গঞ্জ, 1 জুলাই : গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস পরিচালিত গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী । তাঁকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে ।

গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রুকিয়া বেগমের স্বামী ইফতেকার আহমেদ গতকাল বাজার করে হেঁটে বাড়ি ফিরছিলেন । সেই সময় বাড়ির খুব কাছেই দুস্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । রক্তাক্ত অবস্থায় ইফতেকারকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । খবর ছড়িয়ে পড়তে তৃণমূল কংগ্রেস সমর্থকরা হাসপাতালে পৌঁছান । খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে ।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা জাভেদ আখতার বলেন, তাঁকে কী কারণে গুলি করা হল তা বোঝা যাচ্ছে না ।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার বলেন, অভিযুক্ত বেশ কয়েকজনের নাম পেয়েছেন তাঁরা । তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.