চাকুলিয়া (উত্তর দিনাজপুর), 8 জুলাই: উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ভোট চলাকালীন সংঘর্ষে তৃণমূল প্রার্থীর মৃত্যু ৷ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে প্রার্থী মহম্মদ শাহেনশাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনাটি ঘটেছে চাকুলিয়ার 2 নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের 192 নম্বর বুথে ৷ ঘটনায় দু’পক্ষের আরও 15 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, চাকুলিয়ার 2 নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের 192 নম্বর গ্রাম সংসদ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন ভেবরা গ্রামের মহম্মদ শাহেনশা ৷ তিনি বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান জ্যোৎস্না বেগমের স্বামী ছিলেন ৷ এ দিন বেলা গড়াতেই ওই বুথে ব্যাপক ঝামেলা শুরু হয় ৷ মূলত শাসক তৃণমূল ও বিরোধী কংগ্রেসের মধ্যে বুথ দখলকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয় বলে অভিযোগ ৷ সেই ঝামেলার মধ্যেই কেউ বা কারা ওই কেন্দ্রের প্রার্থী মহম্মদ শাহেনশরা মাথায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে ৷
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কিষানগঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানে চিকিৎসক শাহেনশাকে মৃত ঘোষণা করেন ৷ এই ঘটনায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস মিলিয়ে মোট 15 জন আহত হয়েছেন ৷ খবর পেয়ে ওই বুথে পুলিশ বাহিনী পাঠানো হয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ৷ তবে, এলাকার পরিস্থিতি এখনও উত্তপ্ত হয়ে রয়েছে ৷ মহম্মদ শাহেনশার দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন: এবার বাসন্তী, বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী
এই ঘটনা নিয়ে উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দাবি করেছেন, ‘‘মহম্মদ শাহেনশা ওই বুথে যাওয়ার সঙ্গে সঙ্গে বুথ চত্বরে থাকা কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় ৷ তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় ৷ আরও 15 জন এই ঘটনায় আহত হয়েছেন ৷ আমরা চাকুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি ৷’’