রায়গঞ্জ, 1 অক্টোবর: কয়েক দিনের টানা বৃষ্টিতে রায়গঞ্জের বেশ কয়েকটি ব্লকে ভোগান্তি বেড়েছে । ভেঙে পড়েছে এইসব এলাকার মাটির বাড়িগুলি । প্রশাসনের তরফে দুর্গতদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ।
লাগাতার বর্ষণে রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের ঋষিপুর, কানাইপুর, হাড়িপুকুর মোড়ে প্রচুর মাটির বাড়ি ভেঙে ধুলিসাৎ হয়ে গিয়েছে । বিকল্প থাকার ব্যবস্থা না থাকায় চরম সমস্যায় পড়েছেন এই সমস্ত গ্রামের বাসিন্দারা । বীরঘই গ্রাম পঞ্চায়েতের তরফে দু'একটি পরিবারকে একটি করে ত্রিপল দেওয়া হলেও অধিকাংশ দুর্গতদের কাছে এখনও ত্রিপল পৌঁছায়নি । ফলে সন্তানদের নিয়ে অন্যের বাড়িতেই রাত কাটাতে হচ্ছে প্রচুর মানুষকে ।
ঋষিপুর সংসদের পঞ্চায়েত সদস্য মনসুর আলম জানিয়েছেন, পঞ্চায়েত থেকে তাঁকে যে কয়েকটি ত্রিপল দেওয়া হয়েছিল সেগুলো বণ্টন করা হয়ে গিয়েছে । এখনও বহু দুর্গতদের কাছে সরকারি সাহায্য পৌছায়নি । গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি । তবে এখনও পর্যন্ত সাহায্য মেলেনি । শুধুই আশ্বাস মিলেছে ।