রায়গঞ্জ, 29 এপ্রিল : কোটায় আটকে পড়া উত্তর দিনাজপুরের 74 পড়ুয়াকে ফিরিয়ে আনছে রাজ্য সরকার । লকডাউনের জেরে ওই পড়ুয়ারা সেখানে আটকে পড়েছিল ।
উচ্চশিক্ষার জন্য রাজস্থানের কোটায় গিয়েছিলেন উত্তর দিনাজপুরের 74 জন । 29 মার্চ তাঁদের বাড়ি ফেরার কথা ছিল । কিন্তু কোরোনা ভাইরাসের মোকাবিলায় দেশে জারি হওয়া লকডাউনের জেরে পুরো ছবিটাই বদলে যায় । এদিকে সেখানে আটকে পড়া অন্য পড়ুয়াদের ইতিমধ্যেই নিয়ে গিয়েছে তাদের রাজ্যের সরকার । এখন সেখানে ছিল শুধু এরাজ্যের পড়ুয়ারা । যাদের মধ্যে উত্তর দিনাজপুর জেলার 74 জন পড়ুয়া রয়েছে ৷ কালিয়াগঞ্জের উত্তর চিড়াইল পাড়ার বাসিন্দা দেবব্রত দত্তের একমাত্র সন্তান দেবজিৎ দত্ত ৷ উচ্চশিক্ষার জন্য রাজস্থানের কোটায় গিয়েছিল সে ৷ ছেলে সেখানে আটকে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটছিল দেবব্রতবাবুর ৷ অন্য পড়ুয়াদের অভিভাবকরাও ছিলেন চিন্তায় ।
আটকে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনতে উত্তর দিনাজপুর জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন অভিভাবকরা । 27 এপ্রিল অভিভাবকদের আবেদনপত্র হাতে পেয়েই কোটায় আটকে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী। আর গতকাল মেসেজ করে অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়, আজ দুপুরে রাজস্থানের কোটা থেকে বাসে পড়ুয়াদের রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে ।