ETV Bharat / state

বন্ধুর হাতে গুলিবিদ্ধ ছাত্র - রায়গঞ্জের খবর

জখম অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে জনার্দন বর্মন বলেন, "আমার বন্ধু আমার থেকে জোর করে টাকা চাইছিল । আমি তা না দেওয়ায় সে আচমকা গুলি করে । পরে পরিবারের সদস্যরা আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে ।"

teen shot by his friend in Raiganj
বন্ধুর হাতে গুলিবিদ্ধ ছাত্র
author img

By

Published : Sep 1, 2020, 10:17 PM IST

রায়গঞ্জ, 1 সেপ্টেম্বর : নেশা করার জন্য বন্ধুর চাহিদা মতো টাকা না দিতে পারায় গুলিতে জখম হল এক ছাত্র । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত পিপলান এলাকায় । পুলিশ জানিয়েছে জখম ছাত্রের নাম জনার্দন বর্মন । বর্তমানে তাঁর চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৷

পুলিশ সূত্রে খবর, একাদশ শ্রেণির ছাত্র জনার্দন । আজ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধু প্রতাপ রায় । এর কিছুক্ষণ পর বাড়ির অনতিদূরে একটি গাছের নিচে আচমকা গুলির শব্দ পায় স্থানীয়রা ৷ বিষয়টি কী ঘটেছে তা জানতে এগিয়ে যেতেই দেখা যায় অভিযুক্ত প্রতাপ রায় দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছে । সামনে যাওয়ার পর জনার্দনের পায়ে থেকে প্রচুর রক্তপাত দেখতে পায় তাঁরা । এরপরই তাঁর পরিবারের সদস্যদের খবর দেয় স্থানীয়রা । জনার্দনের মা তারা বর্মন তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । সেখানে তার এক্স-রে রিপোর্টে জানা যায় তার পায়ের হাটুর নিচে গুলি ঢুকে রয়েছে । চিকিৎসকেরা অস্ত্রোপচার করে সেই গুলিটি বার করবেন । অভিযুক্ত প্রতাপ রায় এলাকা ছেড়ে পালিয়েছে । তাঁকে ধরার জন্য ইতিমধ্যে রায়গঞ্জ থানার পুলিশ তল্লাশি শুরু করেছে।

teen shot by his friend in Raiganj
এক্স-রে রিপোর্টে গুলির অবস্থান

জখম অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে জনার্দন বলেন, "আমার বন্ধু আমার থেকে জোর করে টাকা চাইছিল । আমি তা না দেওয়ায় সে আচমকা গুলি করে । পরে পরিবারের সদস্যরা আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে ।" রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার জানান, আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি ।

রায়গঞ্জ, 1 সেপ্টেম্বর : নেশা করার জন্য বন্ধুর চাহিদা মতো টাকা না দিতে পারায় গুলিতে জখম হল এক ছাত্র । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত পিপলান এলাকায় । পুলিশ জানিয়েছে জখম ছাত্রের নাম জনার্দন বর্মন । বর্তমানে তাঁর চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৷

পুলিশ সূত্রে খবর, একাদশ শ্রেণির ছাত্র জনার্দন । আজ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধু প্রতাপ রায় । এর কিছুক্ষণ পর বাড়ির অনতিদূরে একটি গাছের নিচে আচমকা গুলির শব্দ পায় স্থানীয়রা ৷ বিষয়টি কী ঘটেছে তা জানতে এগিয়ে যেতেই দেখা যায় অভিযুক্ত প্রতাপ রায় দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছে । সামনে যাওয়ার পর জনার্দনের পায়ে থেকে প্রচুর রক্তপাত দেখতে পায় তাঁরা । এরপরই তাঁর পরিবারের সদস্যদের খবর দেয় স্থানীয়রা । জনার্দনের মা তারা বর্মন তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । সেখানে তার এক্স-রে রিপোর্টে জানা যায় তার পায়ের হাটুর নিচে গুলি ঢুকে রয়েছে । চিকিৎসকেরা অস্ত্রোপচার করে সেই গুলিটি বার করবেন । অভিযুক্ত প্রতাপ রায় এলাকা ছেড়ে পালিয়েছে । তাঁকে ধরার জন্য ইতিমধ্যে রায়গঞ্জ থানার পুলিশ তল্লাশি শুরু করেছে।

teen shot by his friend in Raiganj
এক্স-রে রিপোর্টে গুলির অবস্থান

জখম অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে জনার্দন বলেন, "আমার বন্ধু আমার থেকে জোর করে টাকা চাইছিল । আমি তা না দেওয়ায় সে আচমকা গুলি করে । পরে পরিবারের সদস্যরা আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে ।" রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার জানান, আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.