ETV Bharat / state

Surendranath Mahavidyalaya Exam: বই-মোবাইল দেখে সেমিস্টারের পরীক্ষা রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে

22 জুন থেকে শুরু হয়েছে কলেজের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা(Semester Exam)। শনিবার পরীক্ষা চলাকালীন কলেজে গিয়ে দেখা গেল গণটোকাটুকির চিত্র ।

Students writing answer sheet seeing mobile or book in Surendranath College at Raiganj
Surendranath Mahavidyalaya Exam
author img

By

Published : Jul 23, 2022, 9:51 PM IST

রায়গঞ্জ, 23 জুলাই: কলেজের সেমিস্টারের পরীক্ষায় দেদারে গণটোকাটুকি । বই নিয়ে অথবা হাতে মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা । ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে একই চিত্র । যা দেখে উদ্বিগ্ন শিক্ষামহল । ঘটনাস্থল রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজ(Surendranath Mahavidyalaya) ।

Students writing answer sheet seeing mobile or book in Surendranath College at Raiganj
বই নিয়ে অথবা হাতে মোবাইল নিয়ে আয়েষ করে পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা

22 জুলাই থেকে শুরু হয়েছে কলেজের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা(Semester Exam)। শনিবার পরীক্ষা চলাকালীন কলেজে গিয়ে দেখা গেল গণটোকাটুকির চিত্র । ক্যাম্পাসের বাইরে ঠেলা গারির উপরে কিংবা কোনও বারান্দায় বসে জটলা পাকিয়ে দেখে দেখে উত্তরপত্র ভরাচ্ছেন প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থীরা । সাজিয়ে গুছিয়ে লেখার পাশাপাশি চলছে গল্পগুজবও । তাঁদের সঙ্গে কথা বললে তাঁরা জানায়, হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠানো হয়েছে । এরপর কলেজে ঢুকতে তাঁদের বাধাও দেওয়া হয় বলে অভিযোগ । তাই তাঁরাও নিজেদের মতো শুরু করে দেয় উত্তর লেখা ।

Students writing answer sheet seeing mobile or book in Surendranath College at Raiganj
22 জুলাই থেকে শুরু হয়েছে কলেজের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা

এতো গেল কলেজের বাইরের চিত্র । ক্যাম্পাসের ভেতরেও একই অবস্থা । বেঞ্চে এক সঙ্গে বসে টোকাটুকি করে পরীক্ষা দিতে দেখা গেল পরীক্ষার্থীদের । ক্যাম্পাসের ভেতরে গণটোকাটুকি চললেও সেখানে শিক্ষকদের কোনও দেখা নেই (Students writing answer sheet seeing mobile or book in Surendranath College at Raiganj) ।

রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে টোকাটুকি করে পরীক্ষা দিতে দেখা গেল পড়ুয়াদের

আরও পড়ুন: ছিল স্কুল হয়ে গেল ট্রেন! পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে অভিনব উদ্যোগ

এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিক্ষামহলে । যদিও এ ব্যপারে তেমন উদ্বিগ্ন নন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নীলিমা মোক্তান । তাঁর দাবি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গাইড লাইন মেনেই পরীক্ষা হচ্ছে ।

রায়গঞ্জ, 23 জুলাই: কলেজের সেমিস্টারের পরীক্ষায় দেদারে গণটোকাটুকি । বই নিয়ে অথবা হাতে মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা । ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে একই চিত্র । যা দেখে উদ্বিগ্ন শিক্ষামহল । ঘটনাস্থল রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজ(Surendranath Mahavidyalaya) ।

Students writing answer sheet seeing mobile or book in Surendranath College at Raiganj
বই নিয়ে অথবা হাতে মোবাইল নিয়ে আয়েষ করে পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা

22 জুলাই থেকে শুরু হয়েছে কলেজের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা(Semester Exam)। শনিবার পরীক্ষা চলাকালীন কলেজে গিয়ে দেখা গেল গণটোকাটুকির চিত্র । ক্যাম্পাসের বাইরে ঠেলা গারির উপরে কিংবা কোনও বারান্দায় বসে জটলা পাকিয়ে দেখে দেখে উত্তরপত্র ভরাচ্ছেন প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থীরা । সাজিয়ে গুছিয়ে লেখার পাশাপাশি চলছে গল্পগুজবও । তাঁদের সঙ্গে কথা বললে তাঁরা জানায়, হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠানো হয়েছে । এরপর কলেজে ঢুকতে তাঁদের বাধাও দেওয়া হয় বলে অভিযোগ । তাই তাঁরাও নিজেদের মতো শুরু করে দেয় উত্তর লেখা ।

Students writing answer sheet seeing mobile or book in Surendranath College at Raiganj
22 জুলাই থেকে শুরু হয়েছে কলেজের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা

এতো গেল কলেজের বাইরের চিত্র । ক্যাম্পাসের ভেতরেও একই অবস্থা । বেঞ্চে এক সঙ্গে বসে টোকাটুকি করে পরীক্ষা দিতে দেখা গেল পরীক্ষার্থীদের । ক্যাম্পাসের ভেতরে গণটোকাটুকি চললেও সেখানে শিক্ষকদের কোনও দেখা নেই (Students writing answer sheet seeing mobile or book in Surendranath College at Raiganj) ।

রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে টোকাটুকি করে পরীক্ষা দিতে দেখা গেল পড়ুয়াদের

আরও পড়ুন: ছিল স্কুল হয়ে গেল ট্রেন! পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে অভিনব উদ্যোগ

এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিক্ষামহলে । যদিও এ ব্যপারে তেমন উদ্বিগ্ন নন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নীলিমা মোক্তান । তাঁর দাবি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গাইড লাইন মেনেই পরীক্ষা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.