রায়গঞ্জ, 23 জুলাই: কলেজের সেমিস্টারের পরীক্ষায় দেদারে গণটোকাটুকি । বই নিয়ে অথবা হাতে মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা । ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে একই চিত্র । যা দেখে উদ্বিগ্ন শিক্ষামহল । ঘটনাস্থল রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজ(Surendranath Mahavidyalaya) ।
22 জুলাই থেকে শুরু হয়েছে কলেজের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা(Semester Exam)। শনিবার পরীক্ষা চলাকালীন কলেজে গিয়ে দেখা গেল গণটোকাটুকির চিত্র । ক্যাম্পাসের বাইরে ঠেলা গারির উপরে কিংবা কোনও বারান্দায় বসে জটলা পাকিয়ে দেখে দেখে উত্তরপত্র ভরাচ্ছেন প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থীরা । সাজিয়ে গুছিয়ে লেখার পাশাপাশি চলছে গল্পগুজবও । তাঁদের সঙ্গে কথা বললে তাঁরা জানায়, হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠানো হয়েছে । এরপর কলেজে ঢুকতে তাঁদের বাধাও দেওয়া হয় বলে অভিযোগ । তাই তাঁরাও নিজেদের মতো শুরু করে দেয় উত্তর লেখা ।
এতো গেল কলেজের বাইরের চিত্র । ক্যাম্পাসের ভেতরেও একই অবস্থা । বেঞ্চে এক সঙ্গে বসে টোকাটুকি করে পরীক্ষা দিতে দেখা গেল পরীক্ষার্থীদের । ক্যাম্পাসের ভেতরে গণটোকাটুকি চললেও সেখানে শিক্ষকদের কোনও দেখা নেই (Students writing answer sheet seeing mobile or book in Surendranath College at Raiganj) ।
আরও পড়ুন: ছিল স্কুল হয়ে গেল ট্রেন! পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে অভিনব উদ্যোগ
এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিক্ষামহলে । যদিও এ ব্যপারে তেমন উদ্বিগ্ন নন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নীলিমা মোক্তান । তাঁর দাবি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গাইড লাইন মেনেই পরীক্ষা হচ্ছে ।