ETV Bharat / state

বাতিল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক, হতাশ রায়গঞ্জের ছাত্র-ছাত্রীরা

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষা বাতিল হওয়ায় হতাশ রায়গঞ্জের একাধিক স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ৷ কীভাবে মূল্যায়ন হবে ছাত্র-ছাত্রীদের সারা বছরের এই পরিশ্রমের ? তা এখনও জানেন না কেউই ৷

বাতিল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক
বাতিল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক
author img

By

Published : Jun 16, 2021, 7:10 AM IST

রায়গঞ্জ, 16 জুন : করোনা পরিস্থিতির জেরে বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা । পরীক্ষা বাতিলের খবর শোনার পর থেকেই হতাশ পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা । সারা বছর ধরে ছাত্র-ছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করেন ভাল ফলের আশায় । কিন্তু পরীক্ষা না হওয়ায় মেধাবী ছাত্র-ছাত্রীরা কৃতী হওয়া থেকে বঞ্চিত হলেন । ফলে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিভিন্ন স্কুলের পরীক্ষার্থী ও অভিভাবকেরা ।

পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি আশাহত হয়েছেন রায়গঞ্জের স্বনামধন্য স্কুলের কর্তৃপক্ষরাও ৷ প্রতিবার রাজ্যে ভাল ফল করত তাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা কিন্তু পরীক্ষা না হওয়ায় তা আর হল না । বরাবরই মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম থেকে দশম স্থানের মধ্যে থাকে উত্তর দিনাজপুরের নামকরা কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীরা । এবারেও সেই কৃতী সম্মান অর্জনের জন্য অনলাইনে এবং অফলাইনে পড়াশোনা করেছিলেন কিন্তু পরীক্ষা বাতিল হওয়ায় তা অধরাই থেকে গেল ৷

প্রসঙ্গত, দেশ তথা রাজ্য জুড়ে কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । পরীক্ষা বাতিল হলেও কীভাবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন হবে তা নিয়েই উঠছে প্রশ্ন । ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করেন অভিভাবকরাও । তাই পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার্থীদের পাশাপাশি তাঁরাও কার্যত হতাশ ।

আরও পড়ুন : বাঁশের ডালি, কুলোর দাম কমায় হতাশ হস্তশিল্পীরা

রায়গঞ্জ, 16 জুন : করোনা পরিস্থিতির জেরে বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা । পরীক্ষা বাতিলের খবর শোনার পর থেকেই হতাশ পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা । সারা বছর ধরে ছাত্র-ছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করেন ভাল ফলের আশায় । কিন্তু পরীক্ষা না হওয়ায় মেধাবী ছাত্র-ছাত্রীরা কৃতী হওয়া থেকে বঞ্চিত হলেন । ফলে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিভিন্ন স্কুলের পরীক্ষার্থী ও অভিভাবকেরা ।

পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি আশাহত হয়েছেন রায়গঞ্জের স্বনামধন্য স্কুলের কর্তৃপক্ষরাও ৷ প্রতিবার রাজ্যে ভাল ফল করত তাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা কিন্তু পরীক্ষা না হওয়ায় তা আর হল না । বরাবরই মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম থেকে দশম স্থানের মধ্যে থাকে উত্তর দিনাজপুরের নামকরা কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীরা । এবারেও সেই কৃতী সম্মান অর্জনের জন্য অনলাইনে এবং অফলাইনে পড়াশোনা করেছিলেন কিন্তু পরীক্ষা বাতিল হওয়ায় তা অধরাই থেকে গেল ৷

প্রসঙ্গত, দেশ তথা রাজ্য জুড়ে কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । পরীক্ষা বাতিল হলেও কীভাবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন হবে তা নিয়েই উঠছে প্রশ্ন । ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করেন অভিভাবকরাও । তাই পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার্থীদের পাশাপাশি তাঁরাও কার্যত হতাশ ।

আরও পড়ুন : বাঁশের ডালি, কুলোর দাম কমায় হতাশ হস্তশিল্পীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.