ETV Bharat / state

জল অপচয় বন্ধ করে ক্লাস সিক্সের কথাই রোল মডেল ! - Raiganj

রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ের ক্লাস 6-এর ছাত্রী কথা সেনকে রোল মডেল করার চিন্তা পৌরসভার চেয়ারম্যানের ।

কথা সেন
author img

By

Published : Jul 13, 2019, 9:37 PM IST

রায়গঞ্জ, 13 জুলাই : স্কুল চলাকালীন বাইরের লোকজনের সঙ্গে কোনওভাবেই কথা বলা যাবে না । কড়া এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই জল অপচয় রুখল ক্লাস 6-এর ছাত্রী কথা সেন । ঘটনাটি রায়গঞ্জের উকিলপাড়ার ।

কথা রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ের ছাত্রী । গতকাল ক্লাসের ফাঁকে জানালা দিয়ে তাকিয়ে দেখে পাশে বিয়ে বাড়ি চলছে । সেখানে কল থেকে অবিরাম জল পড়ে যাচ্ছে । সেদিকে কারোর খেয়াল নেই । তখন কথা চিৎকার করে রান্নার কর্মীদের জল বন্ধ করার জন্য বলে । কথার কথায়, "বাবা-মায়ের কাছে পৃথিবীতে জলের ভাণ্ডার কমে যাওয়ার কথা শুনেছিলাম । আমি নিজেও আর জল অপচয় করি না । গতকাল স্কুলের সামনের একটি অনুষ্ঠান ভবনে রান্নার কর্মীরা জলের কল চালিয়ে অন্য কাজে চলে যান । জলের অপচয় দেখে আমি থাকতে না পেরে 20-25 বার চিৎকার করি জল বন্ধ করার জন্য । আমার চিৎকার শুনতে পেয়ে অবশেষে রান্নার কর্মীরা এসে জল বন্ধ করেন ।"

কথার এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস । গতকালই রায়গঞ্জ পৌরসভার তরফ থেকে 16টি কল চিহ্নিত করে স্টপ কক লাগানো হয়েছে । তারই মাঝে এমন একটি খবর পেয়ে উচ্ছ্বসিত চেয়ারম্যান সন্দীপবাবু । কথার এই পদক্ষেপে তাকে রোল মডেল করার চিন্তাভাবনাও শুরু করেছেন তিনি ।

রায়গঞ্জ, 13 জুলাই : স্কুল চলাকালীন বাইরের লোকজনের সঙ্গে কোনওভাবেই কথা বলা যাবে না । কড়া এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই জল অপচয় রুখল ক্লাস 6-এর ছাত্রী কথা সেন । ঘটনাটি রায়গঞ্জের উকিলপাড়ার ।

কথা রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ের ছাত্রী । গতকাল ক্লাসের ফাঁকে জানালা দিয়ে তাকিয়ে দেখে পাশে বিয়ে বাড়ি চলছে । সেখানে কল থেকে অবিরাম জল পড়ে যাচ্ছে । সেদিকে কারোর খেয়াল নেই । তখন কথা চিৎকার করে রান্নার কর্মীদের জল বন্ধ করার জন্য বলে । কথার কথায়, "বাবা-মায়ের কাছে পৃথিবীতে জলের ভাণ্ডার কমে যাওয়ার কথা শুনেছিলাম । আমি নিজেও আর জল অপচয় করি না । গতকাল স্কুলের সামনের একটি অনুষ্ঠান ভবনে রান্নার কর্মীরা জলের কল চালিয়ে অন্য কাজে চলে যান । জলের অপচয় দেখে আমি থাকতে না পেরে 20-25 বার চিৎকার করি জল বন্ধ করার জন্য । আমার চিৎকার শুনতে পেয়ে অবশেষে রান্নার কর্মীরা এসে জল বন্ধ করেন ।"

কথার এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস । গতকালই রায়গঞ্জ পৌরসভার তরফ থেকে 16টি কল চিহ্নিত করে স্টপ কক লাগানো হয়েছে । তারই মাঝে এমন একটি খবর পেয়ে উচ্ছ্বসিত চেয়ারম্যান সন্দীপবাবু । কথার এই পদক্ষেপে তাকে রোল মডেল করার চিন্তাভাবনাও শুরু করেছেন তিনি ।

Intro:রায়গঞ্জ,১৩ জুলাইঃ- স্কুল চলাকালীন বাইরের লোকেদের সঙ্গে কোনভাবেই কথা বলা যাবে না।কড়া এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জল অপচয় রুখতে ক্লাসরুমের জানালা থেকে পাশের অনুষ্ঠানবাড়ির জল অপচয় রোধ করে রায়গঞ্জ পৌরসভার রোল মডেল হতে চলেছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী।বিয়েবাড়ির অনুষ্ঠানে অবিরাম জল পড়ে যাচ্ছিল কল থেকে।কারও সেদিকে ভ্রুক্ষেপ না থাকায় ক্লাসের ফাকে জানালায় দাঁড়ানো ছাত্রী কথা সেন তারস্বরে কল বন্ধ করার জন্য চিৎকার করতে থাকেন।তার চিৎকারে শেষমেশ কর্তব্যরত রান্নার কর্মীরা দৌড়ে এসে জল বন্ধ করে।রায়গঞ্জের উকিলপাড়ার ওই ছাত্রী কথা সেন এদিন জানিয়েছে,বাবা-মায়ের কাছে ভূ-গর্ভস্থ জল কমে যাওয়ার কথা শুনে নিজেও এখন সে কোনভাবেই জল অপচয় করে না।নিজের ধারেকাছে এমন কিছু ঘটলে এগিয়ে যায় সে।

রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ে পড়াশুনো করে কথা।তারা বাবা-মা কৌশিক সেন ও কুহেলী সেন জানান,গতকাল তাদের মেয়ে স্কুল থেকে ফিরে জল অপচয় নিয়ে তার পদক্ষেপ বাড়িতে জানায়।সে জানিয়েছিল,দুটো ক্লাসের ফাঁকের সময়ে ক্লাসের জানালায় দাঁড়িয়েছিল কথা।হঠাৎ তার নজর পড়ে পাশের বিয়ের বাড়ির জন্য ভাড়া দেওয়া অনুষ্ঠান ভবনে।শেখানে রান্নার জন্য ব্যবহৃত নলকল ছেড়ে দেওয়া হয়েছিল।প্রায় মিনিট দশেক জল পড়ে যাচ্ছিল সেখান থেকে।ঘটনাটি দেখতে পেয়েই চিৎকার শুরু করে কথা।২০-২৫ বার চিৎকার করে হাক দেওয়ার পর রান্নার কাজে নিযুক্ত কর্মীরা এসে কল বন্ধ করে দেয়।ছোট হলেও এই পদক্ষেপের প্রশংসায় রায়গঞ্জের বিভিন্ন মহল।পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসও কথার প্রসংশায় পঞ্চমুখ। তার বাড়িতে গিয়ে দেখা করতে ইচ্ছুক তিনি।জল অপচয় নিয়ে রায়গঞ্জ পৌরসভাও একাধিক পদক্ষেপ নিয়েছে।গতকালই রায়গঞ্জের ১৬টি কল চিহ্নিত করে স্টপ কক লাগিয়েছে পৌরসভা।তারই মাঝে এমন একটি খবর পেয়ে উচ্ছ্বসিত চেয়ারম্যান সন্দীপবাবু ছোট্ট মেয়ের এমন পদক্ষেপে তাকে রোল মডেল করার চিন্তাভাবনা শুরু করেছে তারা।

কথা বলেন,আমাদের স্কুলের সামনের একটি অনুষ্ঠান ভবনে রান্না করার সময়ে কর্মীরা জলের কল চালিয়ে দিয়ে চলে যায়।অবিরাম জল পড়তে দেখে আমি বারবার চিৎকার করতে থাকি।অনেকসময় পরে আমার ডাক শুনে সেখানকার এক কাকু এসে কল বন্ধ করে দেয়।আমার বাবা-মা বারবার জল অপচয়ের কথা আমাকে জানিয়েছে।তা শুনেই আমি এই কাজ করেছি।

রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন,আমরা জল অপচয় রোধে উদ্যোগী হয়েছি।এরইমধ্যে ওই ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঘটনাটি জেনেছি।আমার মনে হয় ওকে মডেল করে জল অপচয় রোধের মিশন চালানো উচিৎ।

বাইট-- কথা সেন।।সন্দীপ বিশ্বাস।।

তারক চক্রবর্তী,, রায়গঞ্জ।। Body:বফConclusion:বচ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.