ETV Bharat / state

ইদ নিয়ে রাজ্য সরকার একতরফা সিদ্ধান্ত নিয়েছে : শ্রীকুমার মুখোপাধ্যায় - raiganj

রাজ্য সরকার ইদকে সামনে রেখে একতরফা সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন শ্রীকুমার মুখোপাধ্যায় । এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তিনি । তাঁর মতে ,এটি হটকারী এক সিদ্ধান্ত ।

srikumar
শ্রীকুমার মুখোপাধ্যায়
author img

By

Published : May 21, 2020, 4:55 PM IST

রায়গঞ্জ, 21 মে: রাজ্য সরকার ইদকে সামনে রেখে একতরফা সিদ্ধান্ত নিয়েছে । যা রাজ্যের মানুষের ক্ষেত্রে বিপজ্জনক বলে মনে করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায় ।

কেন্দ্রীয় সরকার 31 মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছে । এই ঘোষণার পর পশ্চিমবঙ্গ সরকার কনটেনমেন্ট জ়োনের বাইরে সমস্ত বড় দোকান খোলার কথা ঘোষণা করে । সেই সঙ্গে যানবাহন চলাচলের পাশাপাশি সেলুন এবং পার্লার খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এপ্রসঙ্গে শ্রীকুমারবাবু জানান, "ইদ দেশের মানুষের কাছে বড় উৎসব । কিন্ত সেই ইদ কীভাবে পালিত হবে সেটা দুই সরকারের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল । ইদ উৎসব গোটা পৃথিবীজুড়ে পালিত হয় । রাজ্য সরকার দেশের সরকারের সঙ্গে আলোচনা না করেই চটজলদি সিদ্ধান্ত নিয়েছে ।"

বিষয়টি একটি হটকারী সিদ্ধান্ত বলে মনে করছেন শ্রীকুমারবাবু । "ভিনরাজ্য থেকে যে সমস্ত শ্রমিক এই রাজ্যে ফিরলেন তাঁদের কাউকে কি কোয়ারানটিন সেন্টারে রাখা হল?" প্রশ্ন শ্রীকুমার মুখোপাধ্যায়ের । বলেন, "কাগজে কলমে তাঁদের কোয়ারানটিন সেন্টার রাখা হচ্ছে বলে দেখানো হলেও বাস্তব চিত্র উলটো । আর এটা রাজ্যের মানুষের বড় বিপদ ডেকে আনতে পারে ।" "যাঁদের কোয়ারানটিনে রাখা হচ্ছে তাঁদের প্রতি কি রাজ্য সরকার যত্নবান?" প্রশ্ন শ্রীকুমারবাবুর । তাঁর বক্তব্য, "এরাজ্যে জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন কারও কথাও শোনে না । আলোচনাও করে না ।" ইদ নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, "এই উৎসব যাঁদের, তাঁদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিক সরকার । সমস্ত সম্প্রদায়ের মানুষের মঙ্গলের জন্য সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ।" কিন্তু রাজ্যের সরকার একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্যের মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন শ্রীকুমার মুখোপাধ্যায় ।

রায়গঞ্জ, 21 মে: রাজ্য সরকার ইদকে সামনে রেখে একতরফা সিদ্ধান্ত নিয়েছে । যা রাজ্যের মানুষের ক্ষেত্রে বিপজ্জনক বলে মনে করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায় ।

কেন্দ্রীয় সরকার 31 মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছে । এই ঘোষণার পর পশ্চিমবঙ্গ সরকার কনটেনমেন্ট জ়োনের বাইরে সমস্ত বড় দোকান খোলার কথা ঘোষণা করে । সেই সঙ্গে যানবাহন চলাচলের পাশাপাশি সেলুন এবং পার্লার খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এপ্রসঙ্গে শ্রীকুমারবাবু জানান, "ইদ দেশের মানুষের কাছে বড় উৎসব । কিন্ত সেই ইদ কীভাবে পালিত হবে সেটা দুই সরকারের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল । ইদ উৎসব গোটা পৃথিবীজুড়ে পালিত হয় । রাজ্য সরকার দেশের সরকারের সঙ্গে আলোচনা না করেই চটজলদি সিদ্ধান্ত নিয়েছে ।"

বিষয়টি একটি হটকারী সিদ্ধান্ত বলে মনে করছেন শ্রীকুমারবাবু । "ভিনরাজ্য থেকে যে সমস্ত শ্রমিক এই রাজ্যে ফিরলেন তাঁদের কাউকে কি কোয়ারানটিন সেন্টারে রাখা হল?" প্রশ্ন শ্রীকুমার মুখোপাধ্যায়ের । বলেন, "কাগজে কলমে তাঁদের কোয়ারানটিন সেন্টার রাখা হচ্ছে বলে দেখানো হলেও বাস্তব চিত্র উলটো । আর এটা রাজ্যের মানুষের বড় বিপদ ডেকে আনতে পারে ।" "যাঁদের কোয়ারানটিনে রাখা হচ্ছে তাঁদের প্রতি কি রাজ্য সরকার যত্নবান?" প্রশ্ন শ্রীকুমারবাবুর । তাঁর বক্তব্য, "এরাজ্যে জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন কারও কথাও শোনে না । আলোচনাও করে না ।" ইদ নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, "এই উৎসব যাঁদের, তাঁদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিক সরকার । সমস্ত সম্প্রদায়ের মানুষের মঙ্গলের জন্য সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ।" কিন্তু রাজ্যের সরকার একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্যের মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন শ্রীকুমার মুখোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.