রায়গঞ্জ, 6 জানুয়ারি : পথকুকুরদের জন্য ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে ঘর তৈরি করে অনন্য পশুপ্রেমের নজির গড়েছেন রায়গঞ্জের কলেজ ছাত্রী স্বপ্না পোদ্দার ৷ সেই খবর ইটিভি ভারতে দেখার পর তাঁকে উৎসাহিত করে ভিডিয়োর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra praises Raiganj college student) । স্বপ্নার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টলিউড অভিনেত্রী ।
রায়গঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলসীতলার বাসিন্দা স্বপ্না ৷ ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল কুড়িয়ে যেমন পরিবেশ দূষণ রোধ করছেন, তেমনই প্রবল ঠান্ডায় ভোগান্তির হাত থেকে খানিকটা হলেও বাঁচাতে পেরেছেন পথকুকুরদের ৷ উত্তরবঙ্গের এই প্রবল শীতে মাথা গোঁজার আশ্রয় পেয়েছে সারমেয়রা ৷
মূলত শীতের সময় পথকুকুররা রাস্তায় ঠান্ডায় ভীষণ কষ্ট পায় ৷ মারাও যায় অনেক কুকুর ছানা ৷ সেকথা ভেবেই তাঁর এই উদ্যোগ বলে জানিয়েছেন স্বপ্না ৷ তাঁর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা, পশুপ্রেমীরা ৷ এমন ঘটনার কথা জানতে পেরে আর এক পশুপ্রেমী অভিনেত্রী শ্রীলেখা মিত্রও ভিডিয়ো বার্তায় স্বপ্নাকে ধন্যবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি বাকিদের কাছেও এই ধরনের কাজে এগিয়ে আসার জন্য আবেদন রেখেছেন ৷
আরও পড়ুন : Home for Stray Dogs : কলেজ পড়ুয়া ছাত্রীর উদ্যোগে রায়গঞ্জে পথকুকুরদের ঘর