রায়গঞ্জ, 25 সেপ্টেম্বর : রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) তাঁর দলের সঙ্গে দূরত্ব বাড়ল আরও কিছুটা ৷ বিধায়কের অফিস থেকে খুলে ফেলা হল বিধায়কের বোর্ড-সহ বিজেপি নেতা-নেত্রীদের ছবি । এরপরই তাঁর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা জোরালো হল । তার উপর আবার বিধায়ক নিজেই কলকাতায় যাওয়ায় সেই জল্পনা এখন তুঙ্গে উঠেছে । তবে তিনি কলকাতায় রওনা হওয়ার আগেই জানিয়েছেন, বোর্ডটি সংস্কারের জন্য খুলে ফেলা হয়েছে । সংস্কার হলেই বোর্ডটি ফের লাগিয়ে দেওয়া হবে ।
জেলা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন আগেই । ক'দিন আগে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবিও সরিয়ে দিয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । জানিয়েছিলেন, প্রয়োজনে সময় হলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করবেন । এরপর রায়গঞ্জ শহরের সুপার মার্কেটের সামনে বিধায়ক নিজস্ব অফিস থেকেও সরিয়ে দেওয়া হল বিধায়কের বোর্ড ৷ রাজ্য ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের ছবিও সরিয়ে দেওয়া হয়েছে । এই নিয়ে এখন উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে এখন জল্পনা তুঙ্গে । জেলার 9টি বিধানসভার মধ্যে 7টি তৃণমূল কংগ্রেসের । বিজেপির 2টি ছিল । এরই মধ্যে কালিয়াগঞ্জের বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন । এখন বাকি রইলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ।
জেলা বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পর ক'দিন আগেই কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের দলীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবিও সরিয়ে দিয়েছেন । এবার বিধায়কের নিজস্ব কার্যালয়ে বিধায়কের বোর্ড খুলে ফেলায় তাঁকে নিয়ে দল বদলের জল্পনা শুরু হয়েছে ৷ তবে বিধায়ক নিজেই জানিয়েছেন, বোর্ডটি মেরামতের জন্য তা সরানো হয়েছে ৷ মেরামত হয়ে গেলে তা ফের সেখানেই লাগিয়ে দেওয়া হবে ৷ বিধায়কের কার্যালয়ের কর্মী নিতাই সরকারেরও দাবি তাই ৷
আরও পড়ুন : Firhad Hakim: তৃণমূলে যোগ দেবেন বিজেপির দীর্ঘ সময়ের নেতা, দাবি ফিরহাদের
তবে জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার স্পষ্ট জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলায় বিজেপি কার্যত শূন্য হয়ে যাওয়ারই ইঙ্গিত এটা । জেলার 9টি বিধানসবার প্রতিটিই তাঁদের দখলে যেতে চলেছে ৷
আরও পড়ুন : Krishna Kalyani : জুয়েলকে পাশে বসিয়ে দেবশ্রীকে আক্রমণ কৃষ্ণ কল্যাণীর