ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে শুরু হল সোনামতি কুম্ভরানি দুর্গাপুজো - সোনামতি কুম্ভরানি দুর্গাপুজোয় বিধিনিষেধ

দুর্গাপুজোর নয়দিনের পরের মঙ্গলবার করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামে সোনামতি কুম্ভরানি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে । সোনামতি নামে প্রায় 50 বিঘা জমি আছে । সেই জমির আয় থেকেই এই পুজো হয় ।

Sonamati Kumbharani Durgapujo
সোনামতি কুম্ভরানি দুর্গাপুজো
author img

By

Published : Nov 4, 2020, 1:55 PM IST

রায়গঞ্জ , 4 নভেম্বর : করণদিঘি ব্লকের দোমহনা গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারদহ গ্রামে শুরু হল সোনামতি কুম্ভরানি দুর্গাপুজো । গতকাল থেকে এই পুজো শুরু হয়েছে ৷ কোরোনা পরিস্থিতে সমস্তরকম বিধিনিষেধ মেনে এবার পুজোর আয়োজন করা হয়েছে । বাতিল করা হয়েছে মেলা । মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের উপর কড়াকড়ি রয়েছে । পুরো মন্দির চত্বর বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ।

দুর্গাপুজোর নয়দিনের পরের মঙ্গলবার করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামে সোনামতি কুম্ভরানি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে । সোনামতি নামে প্রায় 50 বিঘা জমি আছে । সেই জমির আয় থেকেই এই পুজো হয় । এই পুজোকে কেন্দ্র করে সাতদিন মেলা বসে । উত্তর দিনাজপুর জেলা ছাড়াও পাশ্ববর্তী দক্ষিণ দিনাজপুর , কোচবিহার এবং জলপাইগুড়ি থেকে অসংখ্য মানুষ এই পুজো দেখতে আসে । মেলাতেও ভিড় হয় । তবে কোরোনা আবহে এবারের ছবিটা অন্যরকম । এবারে পুজোর আয়োজনে সেরকম একটা আড়ম্বর করা হয়নি ৷

পাশাপাশি , স্বাস্থ্য ব্যবস্থাতেও কড়াকড়ি করা হয়েছে ৷ দর্শনার্থী থেকে থেকে পুজো উদ্যোক্তা , প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এছাড়া , মেলা পুরোপুরি বাতিল করা হয়েছে । পুজোর আনুষাঙ্গিক নিয়ে যে দোকান বসেছে সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে ৷ মন্দির চত্বর বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে । মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি করা হয়েছে ।

দর্শনার্থীরা সমস্ত বিধিনিষেধ মেনে পুজো দিচ্ছে ৷ পুজো কমিটির সম্পাদক গুনধর সিংহ বলেন , মায়ের কাছে তাদের একটাই আবেদন বিশ্ব যেন কোরোনা মুক্ত হয় । সবাই যেন সুস্থ থাকে , ভালো থাকে ।

রায়গঞ্জ , 4 নভেম্বর : করণদিঘি ব্লকের দোমহনা গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারদহ গ্রামে শুরু হল সোনামতি কুম্ভরানি দুর্গাপুজো । গতকাল থেকে এই পুজো শুরু হয়েছে ৷ কোরোনা পরিস্থিতে সমস্তরকম বিধিনিষেধ মেনে এবার পুজোর আয়োজন করা হয়েছে । বাতিল করা হয়েছে মেলা । মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের উপর কড়াকড়ি রয়েছে । পুরো মন্দির চত্বর বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ।

দুর্গাপুজোর নয়দিনের পরের মঙ্গলবার করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামে সোনামতি কুম্ভরানি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে । সোনামতি নামে প্রায় 50 বিঘা জমি আছে । সেই জমির আয় থেকেই এই পুজো হয় । এই পুজোকে কেন্দ্র করে সাতদিন মেলা বসে । উত্তর দিনাজপুর জেলা ছাড়াও পাশ্ববর্তী দক্ষিণ দিনাজপুর , কোচবিহার এবং জলপাইগুড়ি থেকে অসংখ্য মানুষ এই পুজো দেখতে আসে । মেলাতেও ভিড় হয় । তবে কোরোনা আবহে এবারের ছবিটা অন্যরকম । এবারে পুজোর আয়োজনে সেরকম একটা আড়ম্বর করা হয়নি ৷

পাশাপাশি , স্বাস্থ্য ব্যবস্থাতেও কড়াকড়ি করা হয়েছে ৷ দর্শনার্থী থেকে থেকে পুজো উদ্যোক্তা , প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এছাড়া , মেলা পুরোপুরি বাতিল করা হয়েছে । পুজোর আনুষাঙ্গিক নিয়ে যে দোকান বসেছে সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে ৷ মন্দির চত্বর বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে । মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি করা হয়েছে ।

দর্শনার্থীরা সমস্ত বিধিনিষেধ মেনে পুজো দিচ্ছে ৷ পুজো কমিটির সম্পাদক গুনধর সিংহ বলেন , মায়ের কাছে তাদের একটাই আবেদন বিশ্ব যেন কোরোনা মুক্ত হয় । সবাই যেন সুস্থ থাকে , ভালো থাকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.