রায়গঞ্জ, 1 ডিসেম্বর : লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর অভিমানে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের ফোন ধরতেন না পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । এমনকি তাঁরা কলকাতায় গিয়ে দেখা করতে চাইলেও দেখা করতেন না পরিবহন মন্ত্রী । অভিমান ক্রমশ দূরত্ব বাড়াচ্ছিল । কালিয়াগঞ্জের উপনির্বাচনের জয় ঘোচালে সেই দুরত্ব । এই ভাবেই নিজের লোকসভায় হেরে যাওয়ার পরের অভিমানের কথা জানালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।
বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ে কালিয়াগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাতে শহরের নাটমন্দির মাঠে জনসভার আয়োজন করে তৃণমূল ৷ উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল আচার্য, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন সহ অন্যান্য নেতারা ।
লোকসভা নির্বাচনে জেলার অনেক জায়গায় তৃণমূল লিড পেলেও রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে পায়নি। অভিমান হয়েছিল জেলা পর্যবেক্ষকের । তবে উপনির্বাচনে জিতিয়ে তাঁর অভিমান ভাঙিয়েছেন কার্তিক পাল ও সন্দীপ বিশ্বাস ।
কালিয়াগঞ্জের জনসভা থেকে দলীয় কর্মীদের উন্নয়নের বার্তা দেন পরিবহন মন্ত্রী । শুভেন্দু অধিকারী বলেন, " আমি সবসময় নজর রাখব, যোগাযোগ রাখব এবং আপনাদের সেবক হিসেবে তপন দেব সিংহের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নে জননেত্রীর সৈনিক হিসেবে কাজ করব । "
লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানয়সভায় BJP-র থেকে প্রায় 57 হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে ছিল তৃণমূল ৷ মাত্র ছ'মাসের মধ্যে বিধানসভা উপনির্বাচনে জয়ের মুখ দেখে তৃণমূল । টান টান লড়াইয়ে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ জয়ী হন । তৃণমূল নেতৃত্বের মতে NRC-র বিরুদ্ধে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখেছেন কালিয়াগঞ্জবাসী । তাই আগামী বিধানসভা নির্বাচনে এই ব্যাবধান ধরে রাখতে এলাকার প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার বার্তা দেন পরিবহন মন্ত্রী । মন্ত্রী বলেন, " আমরা আলাদিনের প্রদীপের জিনের মতো সবকিছু দিয়ে দেব, এমন প্রতিশ্রুতি দেব না । তবে গ্রাম ও শহরের এলাকায় উন্নয়ন করব । "