ETV Bharat / state

জয়ে মুছল অভিমান, কালিয়াগঞ্জবাসীর পাশে থাকার বার্তা শুভেন্দুর

কালিয়াগঞ্জের জনসভা থেকে দলীয় কর্মীদের উন্নয়নের বার্তা দেন পরিবহন মন্ত্রী । পাশাপাশি এবারে যাঁরা তৃণমূলকে ভোট দেননি, দলীয় নেতাকর্মীদের তাঁদের পাশে থাকার নির্দেশ দেন । শুভেন্দু অধিকারী বলেন, " আমি সবসময় নজর রাখব, যোগাযোগ রাখব এবং আপনাদের সেবক হিসেবে তপন দেব সিংহের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নে জননেত্রীর সৈনিক হিসেবে কাজ করব । "

Shubendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Dec 1, 2019, 9:44 PM IST

Updated : Dec 1, 2019, 10:35 PM IST

রায়গঞ্জ, 1 ডিসেম্বর : লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর অভিমানে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের ফোন ধরতেন না পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । এমনকি তাঁরা কলকাতায় গিয়ে দেখা করতে চাইলেও দেখা করতেন না পরিবহন মন্ত্রী । অভিমান ক্রমশ দূরত্ব বাড়াচ্ছিল । কালিয়াগঞ্জের উপনির্বাচনের জয় ঘোচালে সেই দুরত্ব । এই ভাবেই নিজের লোকসভায় হেরে যাওয়ার পরের অভিমানের কথা জানালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ে কালিয়াগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাতে শহরের নাটমন্দির মাঠে জনসভার আয়োজন করে তৃণমূল ৷ উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল আচার্য, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন সহ অন্যান্য নেতারা ।

লোকসভা নির্বাচনে জেলার অনেক জায়গায় তৃণমূল লিড পেলেও রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে পায়নি। অভিমান হয়েছিল জেলা পর্যবেক্ষকের । তবে উপনির্বাচনে জিতিয়ে তাঁর অভিমান ভাঙিয়েছেন কার্তিক পাল ও সন্দীপ বিশ্বাস ।

ভিডিয়োয় শুনুন...

কালিয়াগঞ্জের জনসভা থেকে দলীয় কর্মীদের উন্নয়নের বার্তা দেন পরিবহন মন্ত্রী । শুভেন্দু অধিকারী বলেন, " আমি সবসময় নজর রাখব, যোগাযোগ রাখব এবং আপনাদের সেবক হিসেবে তপন দেব সিংহের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নে জননেত্রীর সৈনিক হিসেবে কাজ করব । "

লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানয়সভায় BJP-র থেকে প্রায় 57 হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে ছিল তৃণমূল ৷ মাত্র ছ'মাসের মধ্যে বিধানসভা উপনির্বাচনে জয়ের মুখ দেখে তৃণমূল । টান টান লড়াইয়ে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ জয়ী হন । তৃণমূল নেতৃত্বের মতে NRC-র বিরুদ্ধে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখেছেন কালিয়াগঞ্জবাসী । তাই আগামী বিধানসভা নির্বাচনে এই ব্যাবধান ধরে রাখতে এলাকার প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার বার্তা দেন পরিবহন মন্ত্রী । মন্ত্রী বলেন, " আমরা আলাদিনের প্রদীপের জিনের মতো সবকিছু দিয়ে দেব, এমন প্রতিশ্রুতি দেব না । তবে গ্রাম ও শহরের এলাকায় উন্নয়ন করব । "

রায়গঞ্জ, 1 ডিসেম্বর : লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর অভিমানে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের ফোন ধরতেন না পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । এমনকি তাঁরা কলকাতায় গিয়ে দেখা করতে চাইলেও দেখা করতেন না পরিবহন মন্ত্রী । অভিমান ক্রমশ দূরত্ব বাড়াচ্ছিল । কালিয়াগঞ্জের উপনির্বাচনের জয় ঘোচালে সেই দুরত্ব । এই ভাবেই নিজের লোকসভায় হেরে যাওয়ার পরের অভিমানের কথা জানালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ে কালিয়াগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাতে শহরের নাটমন্দির মাঠে জনসভার আয়োজন করে তৃণমূল ৷ উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল আচার্য, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন সহ অন্যান্য নেতারা ।

লোকসভা নির্বাচনে জেলার অনেক জায়গায় তৃণমূল লিড পেলেও রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে পায়নি। অভিমান হয়েছিল জেলা পর্যবেক্ষকের । তবে উপনির্বাচনে জিতিয়ে তাঁর অভিমান ভাঙিয়েছেন কার্তিক পাল ও সন্দীপ বিশ্বাস ।

ভিডিয়োয় শুনুন...

কালিয়াগঞ্জের জনসভা থেকে দলীয় কর্মীদের উন্নয়নের বার্তা দেন পরিবহন মন্ত্রী । শুভেন্দু অধিকারী বলেন, " আমি সবসময় নজর রাখব, যোগাযোগ রাখব এবং আপনাদের সেবক হিসেবে তপন দেব সিংহের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নে জননেত্রীর সৈনিক হিসেবে কাজ করব । "

লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানয়সভায় BJP-র থেকে প্রায় 57 হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে ছিল তৃণমূল ৷ মাত্র ছ'মাসের মধ্যে বিধানসভা উপনির্বাচনে জয়ের মুখ দেখে তৃণমূল । টান টান লড়াইয়ে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ জয়ী হন । তৃণমূল নেতৃত্বের মতে NRC-র বিরুদ্ধে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখেছেন কালিয়াগঞ্জবাসী । তাই আগামী বিধানসভা নির্বাচনে এই ব্যাবধান ধরে রাখতে এলাকার প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার বার্তা দেন পরিবহন মন্ত্রী । মন্ত্রী বলেন, " আমরা আলাদিনের প্রদীপের জিনের মতো সবকিছু দিয়ে দেব, এমন প্রতিশ্রুতি দেব না । তবে গ্রাম ও শহরের এলাকায় উন্নয়ন করব । "

Intro:রায়গঞ্জ, ০১ ডিসেম্বরঃ- লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর আমি রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ফোন ধরতাম না। কলকাতায় গিয়ে দেখা করতে চাইলে দেখা করতাম না। একটা অভিমান দূরত্ব তৈরি হয়েছিল। আজ থেকে সেই দূরত্ব কাটিয়ে দিলাম। কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের পর এলাকাবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে এসে ঠিক এই ভাবেই নিজের লোকসভার হেরে যাওয়ার পরের অভিমানের কথা ব্যক্ত করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি সভা মঞ্চ থেকে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের চেয়ারম্যান কার্তিক পালের সামনেই লোকসভায় হেরে যাওয়ার পেছনে তাদের এলাকার ভোটকেই দায়ী করলেন। তিনি বলেন লোকসভা নির্বাচনে কানহাইয়া আগরওয়াল তার বিধায়ক পদকে বাজি রেখেই আমাদের প্রার্থী হয়েছিলেন।অনেককে বলা হয়েছিল কিন্তু কেউ রাজি হননি।আমরা জেলার সবকটি এলাকায় লিড পেলেও রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে পাইনি।তাই অভিমান হয়েছিল।তবে এই নির্বাচনে জয়ী করে আমাকে ভুল প্রমাণিত করল এরা দুজন।

রবিবার কালিয়াগঞ্জের জনসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদদের উন্নয়নের বার্তাই দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। এদিন সদ্য বিধানসভা উপনির্বাচনে তৃনমূলের বিজয়ে কালিয়াগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাতে কালিয়াগঞ্জ শহরের নাটমন্দির মাঠে আয়োজিত দলীয় সম্মেলনে হাজির হন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, তৃনমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃনমূলের চেয়ারম্যান অমল আচার্য, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন সহ অন্যান্নরা। এদিন এই সভামঞ্চ থেকে কালিয়াগঞ্জ বিধাসভার প্রভুত উন্নয়নের বার্তা দেন শুভেন্দু। পাশাপাশি এবারেও যারা তৃনমূলকে ভোট দেননি তাদের এমনকি সার্বিক উন্নয়নের নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের। এদিন এই প্রসঙ্গে পরিবহন মন্ত্রী বলেন, আমি সবসময় নজর রাখব, যোগাযোগ রাখব এবং আপনাদের সেবক হিসেবে তপন দেব সিংহের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নে জননেত্রীর সৈনিক হিসেবে আমরা সবাই কাজ করব। বস্তুত বিগত লোকসভা নির্বাচনে বিজেপির থেকে প্রায় ৫৭ হাজার ভোটের ব্যবধানে হারের মুখ দেখতে হয় তৃনমূলকে। কিন্তু মাত্র ছ'মাসে নিজেদের ভুল শুধরে বিধানসভা উপনির্বাচনে জয়ের মুখ দেখে তৃনমূল। টান টান লড়াইয়ে তৃনমূল প্রার্থী তপন দেব সিংহ জয়ী হন। এত ভোটে লীড থাকার পরেও বিজেপি এই উপনির্বাচনে তাদের জয় নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে ভিনরাজ্যের মুখ্যমন্ত্রীকে এনেও ভোটব্যাঙ্ক রক্ষা করতে পারেনি বিজেপি। এনআরসির বিরুদ্ধে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখেছেন কালিয়াগঞ্জবাসী। তাই আগামী ২০২১শের বিধানসভা নির্বাচনে এই ভোটব্যাঙ্ক ধরে রাখতে এলাকার প্রতিটি মানুষের জন্য কাজ করা আর সরকারি পরিষেবা ঠিকঠাক পৌছতে নজরদারীর বার্তা দেন পরিবহন মন্ত্রী।মন্ত্রী বলেন,আমরা আলাদিনের প্রদীপের মতো সবকিছু দিয়ে দেবো এমন প্রতিশ্রুতি দেবনা।তবে গ্রাম ও শহরের এলাকায় উন্নয়ন করবো।Body:AjConclusion:Skh
Last Updated : Dec 1, 2019, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.