উত্তর দিনাজপুর, 25 জানুয়ারি : শ্রম দপ্তরের উদ্যোগে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের সূচনা ৷ যাকে কেন্দ্র করে সোমবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে উদ্বোধন হল শ্রমিক মেলা 2021। রায়গঞ্জ স্টেডিয়ামে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রমিক মেলার উদ্বোধন করেন রাজ্য শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি। শ্রমিক মেলা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি'র উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার সহ অন্য়ান্য়রা ।
আরও পড়ুন : অসংগঠিত শ্রমিকদের পাশে আছেন মমতাদি: স্বপন দেবনাথ
মেলায় শ্রমিকদের বিভিন্ন প্রয়োজনীয় প্রকল্পের স্টল খোলা হয়েছে। যেখান থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প সহ একাধিক শ্রমিক প্রকল্পের সুবিধা পাবেন জেলার নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শ্রমিকরা । এখানে আসা শ্রমিকদের তাঁদের এলাকায় গিয়ে রাজ্য সরকারের এই প্রকল্পগুলির প্রচারের আহ্বান জানিয়েছেন গোলাম রব্বানি ৷ তিনি বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুর জেলায় নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেছেন। শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলায় 82 হাজার অসংগঠিত শ্রমিকদের 46 কোটি 88 লক্ষ 73 হাজার টাকা শ্রমিকদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।’’ আগামী তিনদিন ব্যাপী চলবে এই শ্রমিক মেলা।