ETV Bharat / state

ফুঁসছে কুলিক নদী, জলমগ্ন রায়গঞ্জের একাধিক ওয়ার্ড - জলমগ্ন রায়গঞ্জের একাধিক ওয়ার্ড

দু'দিন আগে কুলিক নদীর জলস্তর বাড়তে শুরু করে । বাঁধের সুইস গেটের মেরামত করা অংশ দিয়ে ফের জল প্রবেশ করতে থাকে । জলমগ্ন হয়ে যায় শহরের 7, 8, 22 ও 26 নম্বর ওয়ার্ড ।

Raiganj news
রায়গঞ্জের খবর
author img

By

Published : Aug 2, 2020, 8:20 PM IST

রায়গঞ্জ, 2 অগাস্ট : ফুঁসছে উত্তর দিনাজপুরের কুলিক নদী । শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে ইতিমধ্যেই নদীর জল ঢুকতে শুরু করে দিয়েছে । অনেক বাড়িতেও জল ঢুকে গেছে । দুর্ভোগে কয়েক হাজার মানুষ । পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ।

Raiganj news
জলমগ্ন রায়গঞ্জের বেশ কিছু ওয়ার্ড

দিন কয়েক আগেই কুলিক নদীর উপর তৈরি বাঁধের সুইস গেট লিক করে প্লাবিত হয়েছিল রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড । সে-সময় লকডাউনের মধ্যেও তড়িঘড়ি সুইস গেটের ভাঙা অংশ মেরামত করে দিয়েছিল জেলা সেচবিভাগ এবং রায়গঞ্জ পৌরসভা । এরপর নদীর জল কমতে শুরু করায় ধীরে ধীরে প্লাবিত এলাকার জল নেমে যায় । কিন্তু আচমকাই গত দু'দিন ধরে কুলিক নদীর জলস্তর বাড়তে শুরু করে । বাঁধের সুইস গেটের মেরামত করা অংশ দিয়ে ফের জল প্রবেশ করতে থাকে । আবারও নতুন করে রায়গঞ্জ পৌরসভা এলাকার 7,8,22,26 নম্বর ওয়ার্ড-সহ বেশকিছু এলাকায় জল ঢুকে যায় ।

জল বাড়ছে কুলিক নদীতে

আরও পড়ুন : প্রবল বর্ষণে জলমগ্ন রায়গঞ্জ ব্লকের একাধিক গ্রাম

চরম দুর্ভোগে পড়েছেন ওই ওয়ার্ডের বাসিন্দারা । তাঁদের আশঙ্কা জেলা সেচবিভাগ এবং রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে করলে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে । রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, "পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা পরিস্থিতির উপর নজর রেখেছেন । আগে যেভাবে পৌর প্রশাসন, জেলা সেচবিভাগ এবং এলাকার বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছেন এবারেও সেভাবেই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো হবে ।" তিনি বলেন, "আমরা আশা করি জেলা সেচবিভাগ পরিস্থিতির উপর নজর রাখছে "।

রায়গঞ্জ, 2 অগাস্ট : ফুঁসছে উত্তর দিনাজপুরের কুলিক নদী । শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে ইতিমধ্যেই নদীর জল ঢুকতে শুরু করে দিয়েছে । অনেক বাড়িতেও জল ঢুকে গেছে । দুর্ভোগে কয়েক হাজার মানুষ । পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ।

Raiganj news
জলমগ্ন রায়গঞ্জের বেশ কিছু ওয়ার্ড

দিন কয়েক আগেই কুলিক নদীর উপর তৈরি বাঁধের সুইস গেট লিক করে প্লাবিত হয়েছিল রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড । সে-সময় লকডাউনের মধ্যেও তড়িঘড়ি সুইস গেটের ভাঙা অংশ মেরামত করে দিয়েছিল জেলা সেচবিভাগ এবং রায়গঞ্জ পৌরসভা । এরপর নদীর জল কমতে শুরু করায় ধীরে ধীরে প্লাবিত এলাকার জল নেমে যায় । কিন্তু আচমকাই গত দু'দিন ধরে কুলিক নদীর জলস্তর বাড়তে শুরু করে । বাঁধের সুইস গেটের মেরামত করা অংশ দিয়ে ফের জল প্রবেশ করতে থাকে । আবারও নতুন করে রায়গঞ্জ পৌরসভা এলাকার 7,8,22,26 নম্বর ওয়ার্ড-সহ বেশকিছু এলাকায় জল ঢুকে যায় ।

জল বাড়ছে কুলিক নদীতে

আরও পড়ুন : প্রবল বর্ষণে জলমগ্ন রায়গঞ্জ ব্লকের একাধিক গ্রাম

চরম দুর্ভোগে পড়েছেন ওই ওয়ার্ডের বাসিন্দারা । তাঁদের আশঙ্কা জেলা সেচবিভাগ এবং রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে করলে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে । রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, "পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা পরিস্থিতির উপর নজর রেখেছেন । আগে যেভাবে পৌর প্রশাসন, জেলা সেচবিভাগ এবং এলাকার বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছেন এবারেও সেভাবেই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো হবে ।" তিনি বলেন, "আমরা আশা করি জেলা সেচবিভাগ পরিস্থিতির উপর নজর রাখছে "।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.