ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত পুলিশকর্মীদের জন্য পৃথক সেফ হোম রায়গঞ্জে - Safe home for covid positive police personnel

কোরোনায় আক্রান্ত পুলিশকর্মীদের জন্য পৃথক সেফ হোমের ব্যবস্থা করা হল । এখনও পর্যন্ত রায়গঞ্জ থানারই 18 পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

Safe home started for only Covid positive Raiganj police personnel
Safe home started for only Covid positive Raiganj police personnel
author img

By

Published : Jul 30, 2020, 1:21 AM IST

রায়গঞ্জ, 29 জুলাই : আজ থেকে রায়গঞ্জ পুলিশ জেলার তরফে আক্রান্ত পুলিশকর্মীদের জন্য পৃথক সেফ হোমের ব্যবস্থা করা হল । পুলিশ লাইনে তৈরি হয়েছে এই সেফ হোম । রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় অবস্থিত সরকারি সেফ হোম থেকে পুলিশকর্মীদের পুলিশ লাইনে অবস্থিত সেফ হোমে পাঠান হয়েছে ।

শুধু রায়গঞ্জ থানারই 18 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে কয়েকজন আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও বাকিরা সরকারি সেফ হোম বা কোরোনা হাসপাতালে চিকিৎসারত রয়েছেন । একাধিক সময়ে সেফ হোমের পরিষেবা খারাপ বলে অভিযোগ উঠেছে । এরপরই জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে রায়গঞ্জ পুলিশ জেলার তরফে পৃথক সেফহোম তৈরি করা হয় ।

কোরোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে প্রথম দিন থেকে লড়াই করে যাচ্ছেন পুলিশকর্মীরা । একের পর এক স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সরা আক্রান্ত হওয়ার পর এবার পুলিশকর্মীদের মধ্যেও এই সংক্রমণ ছড়াচ্ছে । ইতিমধ্যে রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন থানার একাধিক পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ার আক্রান্ত হয়েছেন ।

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, “আমরা পুলিশকর্মীদের জন্য আলাদা সেফ হোমের ব্যবস্থা করেছি । রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ লাইন এলাকায় ওই সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে । সমস্ত পরিষেবা পুলিশের তরফে দেওয়া হবে । নিয়মিত চিকিৎসা জন্য চিকিৎসকরা সেখানে আসবেন । পুলিশকর্মীদের ভালো পরিষেবা দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে । আজ থেকেই এই সেফ হোম চালু করা হয়েছে ।”

রায়গঞ্জ, 29 জুলাই : আজ থেকে রায়গঞ্জ পুলিশ জেলার তরফে আক্রান্ত পুলিশকর্মীদের জন্য পৃথক সেফ হোমের ব্যবস্থা করা হল । পুলিশ লাইনে তৈরি হয়েছে এই সেফ হোম । রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় অবস্থিত সরকারি সেফ হোম থেকে পুলিশকর্মীদের পুলিশ লাইনে অবস্থিত সেফ হোমে পাঠান হয়েছে ।

শুধু রায়গঞ্জ থানারই 18 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে কয়েকজন আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও বাকিরা সরকারি সেফ হোম বা কোরোনা হাসপাতালে চিকিৎসারত রয়েছেন । একাধিক সময়ে সেফ হোমের পরিষেবা খারাপ বলে অভিযোগ উঠেছে । এরপরই জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে রায়গঞ্জ পুলিশ জেলার তরফে পৃথক সেফহোম তৈরি করা হয় ।

কোরোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে প্রথম দিন থেকে লড়াই করে যাচ্ছেন পুলিশকর্মীরা । একের পর এক স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সরা আক্রান্ত হওয়ার পর এবার পুলিশকর্মীদের মধ্যেও এই সংক্রমণ ছড়াচ্ছে । ইতিমধ্যে রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন থানার একাধিক পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ার আক্রান্ত হয়েছেন ।

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, “আমরা পুলিশকর্মীদের জন্য আলাদা সেফ হোমের ব্যবস্থা করেছি । রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ লাইন এলাকায় ওই সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে । সমস্ত পরিষেবা পুলিশের তরফে দেওয়া হবে । নিয়মিত চিকিৎসা জন্য চিকিৎসকরা সেখানে আসবেন । পুলিশকর্মীদের ভালো পরিষেবা দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে । আজ থেকেই এই সেফ হোম চালু করা হয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.