ETV Bharat / state

মাধ্যমিকের প্রত্যাশা পূরণ উচ্চমাধ্যমিকে, বললেন পঞ্চম স্থানাধিকারী সাগরের আব্বা - raigunj

উচ্চমাধ্যমিকে 491 নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করল ইসলামপুরের সাগর সরকার । ইসলামপুর হাইস্কুলের ছাত্র সে ।

সাগর
author img

By

Published : May 27, 2019, 1:19 PM IST

Updated : May 27, 2019, 2:05 PM IST

রায়গঞ্জ, 27 মে : মাধ্যমিকে মেধা তালিকায় নাম ছিল না । উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়ে সেই আশা পূর্ণ করল ইসলামপুরের সাগর সরকার । তার প্রাপ্ত নম্বর 491 । সে ইসলামপুর হাইস্কুলের ছাত্র ।

সাগরের আব্বা রহমত আলি সরকার বলেন, "মাধ্যমিকের মেধাতালিকায় নাম ছিল না ছেলের । সেই প্রত্যাশা ও উচ্চমাধ্যমিকে পূরণ করে দিয়েছে । ঈশ্বরকে ধন্যবাদ ।"

রহমত আলি সরকারের বক্তব্য

মেডিকেল নিয়ে পড়তে চায় সাগর । কোচিং-এর জন্য রাজস্থানের কোটাতে রয়েছে সে । জানান রহমত আলি সরকার ।

রায়গঞ্জ, 27 মে : মাধ্যমিকে মেধা তালিকায় নাম ছিল না । উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়ে সেই আশা পূর্ণ করল ইসলামপুরের সাগর সরকার । তার প্রাপ্ত নম্বর 491 । সে ইসলামপুর হাইস্কুলের ছাত্র ।

সাগরের আব্বা রহমত আলি সরকার বলেন, "মাধ্যমিকের মেধাতালিকায় নাম ছিল না ছেলের । সেই প্রত্যাশা ও উচ্চমাধ্যমিকে পূরণ করে দিয়েছে । ঈশ্বরকে ধন্যবাদ ।"

রহমত আলি সরকারের বক্তব্য

মেডিকেল নিয়ে পড়তে চায় সাগর । কোচিং-এর জন্য রাজস্থানের কোটাতে রয়েছে সে । জানান রহমত আলি সরকার ।

sample description
Last Updated : May 27, 2019, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.