ETV Bharat / state

কালিয়াগঞ্জ পৌর এলাকায় রেশন কার্ডহীন মানুষদের কুপন

কালিয়াগঞ্জ পৌর এলাকায় নথিভুক্ত রেশন কার্ডহীন মানুষদের হাতে কার্ডের বদলে কুপন তুলে দেওয়ার কাজ শুরু করলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল । যাঁদের কার্ড নেই তাঁরা যাতে তাড়াতাড়ি সরকারের তরফে দেওয়া বিনামূল্যের খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারেন সেই কারণেই এই উদ্যোগ ।

aa
কুপন পেয়েছেন
author img

By

Published : Apr 8, 2020, 1:58 PM IST

রায়গঞ্জ, 8 এপ্রিল: রেশন কার্ড না থাকা মানুষদের হাতে কুপন তুলে দেওয়ার কাজ শুরু করল রায়গঞ্জ পৌরসভা । এই কুপন দেখিয়ে রেশন দোকান থেকে বিনামূল্যে সরকারি খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন তাঁরা ।

লকডাউনে সাধারণ মানুষের খাবারের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের নথিভুক্ত 16 লাখ রেশন কার্ডহীন মানুষকে বিনামূল্যে চাল, গম দেওয়ার কথা ঘোষণা করেছেন । মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কার্যকর করতে কালিয়াগঞ্জ পৌর এলাকায় নথিভুক্ত রেশন কার্ডহীন মানুষদের হাতে কুপন তুলে দেওয়ার কাজ শুরু করেন কার্তিক চন্দ্র পাল । এই কুপনের মাধ্যমে তাঁরা রেশন দোকান থেকে বিনামূল্যে চাল ও আটা পাবেন । লকডাউন পিরিয়ডে যে সমস্ত মানুষ রেশন কার্ড না থাকায় খাদ্য সমস্যায় পড়েছিলেন, রেশন তুলতে পারছিলেন না তাঁদের অনেকটাই সুরাহা হল । পৌরসভার চেয়ারম্যানের এই উদ্যোগে খুশি কালিয়াগঞ্জ পৌর এলাকার রেশন কার্ডহীন মানুষরা ।

aa
রেশন কুপন

লকডাউন পিরিয়ডে সাধারণ মানুষের খাদ্য সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী 6 মাস বিনামূল্যে রেশন দোকান থেকে চাল ও আটা বিলির ব্যবস্থা করেছেন । কিন্তু রাজ্যের অনেকেরই রেশন কার্ড নেই । যাঁরা রেশন কার্ডের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কার্ড হাতে আসেনি তাঁরা যাতে বিনামূল্যে এই সরকারি খাদ্যসামগ্রী পেতে পারেন তার জন্য চটজলদি ব্যবস্থা হিসেবে কুপন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । রাজ্যের 16 লাখ রেশন কার্ডহীন মানুষকেই এই কুপন দেওয়ার কাজ শুরু হয় । আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এলাকার রেশন কার্ডহীন মানুষদের হাতে কুপন তুলে দেওয়া হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখেই চলে কুপন বিলির কাজ ।

রায়গঞ্জ, 8 এপ্রিল: রেশন কার্ড না থাকা মানুষদের হাতে কুপন তুলে দেওয়ার কাজ শুরু করল রায়গঞ্জ পৌরসভা । এই কুপন দেখিয়ে রেশন দোকান থেকে বিনামূল্যে সরকারি খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন তাঁরা ।

লকডাউনে সাধারণ মানুষের খাবারের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের নথিভুক্ত 16 লাখ রেশন কার্ডহীন মানুষকে বিনামূল্যে চাল, গম দেওয়ার কথা ঘোষণা করেছেন । মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কার্যকর করতে কালিয়াগঞ্জ পৌর এলাকায় নথিভুক্ত রেশন কার্ডহীন মানুষদের হাতে কুপন তুলে দেওয়ার কাজ শুরু করেন কার্তিক চন্দ্র পাল । এই কুপনের মাধ্যমে তাঁরা রেশন দোকান থেকে বিনামূল্যে চাল ও আটা পাবেন । লকডাউন পিরিয়ডে যে সমস্ত মানুষ রেশন কার্ড না থাকায় খাদ্য সমস্যায় পড়েছিলেন, রেশন তুলতে পারছিলেন না তাঁদের অনেকটাই সুরাহা হল । পৌরসভার চেয়ারম্যানের এই উদ্যোগে খুশি কালিয়াগঞ্জ পৌর এলাকার রেশন কার্ডহীন মানুষরা ।

aa
রেশন কুপন

লকডাউন পিরিয়ডে সাধারণ মানুষের খাদ্য সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী 6 মাস বিনামূল্যে রেশন দোকান থেকে চাল ও আটা বিলির ব্যবস্থা করেছেন । কিন্তু রাজ্যের অনেকেরই রেশন কার্ড নেই । যাঁরা রেশন কার্ডের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কার্ড হাতে আসেনি তাঁরা যাতে বিনামূল্যে এই সরকারি খাদ্যসামগ্রী পেতে পারেন তার জন্য চটজলদি ব্যবস্থা হিসেবে কুপন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । রাজ্যের 16 লাখ রেশন কার্ডহীন মানুষকেই এই কুপন দেওয়ার কাজ শুরু হয় । আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এলাকার রেশন কার্ডহীন মানুষদের হাতে কুপন তুলে দেওয়া হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখেই চলে কুপন বিলির কাজ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.