ETV Bharat / state

একগুচ্ছ দাবি নিয়ে রায়গঞ্জের BDO-কে স্মারকলিপি যুব কংগ্রেসের - রায়গঞ্জ

কর্মসংস্থান সহ একাধিক দাবিতে BDO দপ্তরে স্মারকলিপি জমা দিল রায়গঞ্জ যুব কংগ্রেস ৷ যদিও সেইসময় BDO উপস্থিত না থাকায় ক্ষোভপ্রকাশ করেন নেতাকর্মীরা ৷

যুব কংগ্রেস
যুব কংগ্রেস
author img

By

Published : Jun 6, 2020, 6:42 AM IST

রায়গঞ্জ, 6 জুন: একগুচ্ছ দাবি নিয়ে রায়গঞ্জের যুগ্ম BDO-কে স্মারকলিপি দিল যুব কংগ্রেস নেতৃবৃন্দ । যদিও সময় দেওয়া সত্ত্বেও BDO উপস্থিত না থাকায় যুগ্ম BDO-র কাছে ক্ষোভ প্রকাশ করেন যুব কংগ্রেস নেতাকর্মীরা । তাদের দাবি, শাসক দলের চাপে পড়েই অন্যান্য রাজনৈতিক দলের স্মারকলিপি নিচ্ছেন না আধিকারিক । যা অত্যন্ত অপমানকর বিষয় ।

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ রায়গঞ্জের BDO দপ্তরে স্মারকলিপি দিতে যায় যুব কংগ্রেস নেতাকর্মীরা ৷ আগে থেকে এই কর্মসূচি সম্পর্কে আধিকারিকরা অবগত থাকলেও দপ্তরে উপস্থিত ছিলেন না BDO ৷ এরপর যুগ্ম BDO-র কাছে তাদের দাবিপত্র পেশ করেন যুব কংগ্রেস নেতাকর্মীরা । কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পের কাজে সাধারণ মানুষকে বেশি করে সুযোগ দেওয়া, নিরপেক্ষভাবে সমস্ত কাজ বন্টন এবং যে কোনও ধরনের দুর্নীতি রোধ করার দাবি তুলেছে যুব কংগ্রেস ৷ তার আগে রায়গঞ্জ BDO অফিস চত্বরে স্লোগান দিতে দেখা যায় যুব কংগ্রেসের নেতা কর্মীদের ।

এ বিষয়ে রায়গঞ্জ বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি সৌভিক রায় বলেন, "গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থান সহ একাধিক দাবি নিয়ে BDO সাহেবের কাছে স্মারকলিপি দিতে এসেছিলাম । যদিও তিনি দপ্তরে উপস্থিত ছিলেন না । তাই অন্য আধিকারিকের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি । কর্মসংস্থান এবং অন্যান্য দাবি তুলে আমরা স্মারকলিপি দিয়েছি । তবে আগে থেকে সময় দেওয়া সত্ত্বেও এদিন BDO দপ্তরে উপস্থিত ছিলেন না । শাসক দলের চাপেই হয়তো এরকম ব্যবহার করেছেন তিনি ।"

রায়গঞ্জ, 6 জুন: একগুচ্ছ দাবি নিয়ে রায়গঞ্জের যুগ্ম BDO-কে স্মারকলিপি দিল যুব কংগ্রেস নেতৃবৃন্দ । যদিও সময় দেওয়া সত্ত্বেও BDO উপস্থিত না থাকায় যুগ্ম BDO-র কাছে ক্ষোভ প্রকাশ করেন যুব কংগ্রেস নেতাকর্মীরা । তাদের দাবি, শাসক দলের চাপে পড়েই অন্যান্য রাজনৈতিক দলের স্মারকলিপি নিচ্ছেন না আধিকারিক । যা অত্যন্ত অপমানকর বিষয় ।

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ রায়গঞ্জের BDO দপ্তরে স্মারকলিপি দিতে যায় যুব কংগ্রেস নেতাকর্মীরা ৷ আগে থেকে এই কর্মসূচি সম্পর্কে আধিকারিকরা অবগত থাকলেও দপ্তরে উপস্থিত ছিলেন না BDO ৷ এরপর যুগ্ম BDO-র কাছে তাদের দাবিপত্র পেশ করেন যুব কংগ্রেস নেতাকর্মীরা । কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পের কাজে সাধারণ মানুষকে বেশি করে সুযোগ দেওয়া, নিরপেক্ষভাবে সমস্ত কাজ বন্টন এবং যে কোনও ধরনের দুর্নীতি রোধ করার দাবি তুলেছে যুব কংগ্রেস ৷ তার আগে রায়গঞ্জ BDO অফিস চত্বরে স্লোগান দিতে দেখা যায় যুব কংগ্রেসের নেতা কর্মীদের ।

এ বিষয়ে রায়গঞ্জ বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি সৌভিক রায় বলেন, "গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থান সহ একাধিক দাবি নিয়ে BDO সাহেবের কাছে স্মারকলিপি দিতে এসেছিলাম । যদিও তিনি দপ্তরে উপস্থিত ছিলেন না । তাই অন্য আধিকারিকের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি । কর্মসংস্থান এবং অন্যান্য দাবি তুলে আমরা স্মারকলিপি দিয়েছি । তবে আগে থেকে সময় দেওয়া সত্ত্বেও এদিন BDO দপ্তরে উপস্থিত ছিলেন না । শাসক দলের চাপেই হয়তো এরকম ব্যবহার করেছেন তিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.