রায়গঞ্জ, ১৯ জুলাই : সরকারি বাস ডিপো থেকে চললে বেসরকারি বাস পরিষেবাও সেখান থেকে চালু রাখতে হবে ৷ এমন দাবি করলেন উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক । এই বিষয়ে জেলাশাসক ও RTO-কে ফোনে জানানো হয়েছে ৷ কিন্তু কোনও ব্যবস্থা গৃহীত হয়নি ৷ এবার লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে তিনি জানান ৷
কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রায়গঞ্জে বেড়ে চলেছে । তার জন্য উত্তরবঙ্গের মালদা, রায়গঞ্জ, শিলিগুড়িসহ কয়েকটি শহরে পুরোপুরি লকডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । লকডাউন চলাকালীন শহরগুলিতে টোটো, অটো-সহ যানবাহন চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন । উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়গঞ্জের মধ্যে দিয়ে কোনও বেসরকারি বাস চলাচল করতে পারছে না । শিলিগুড়ির ক্ষেত্রে বাস চালাতে হলে কুলীক সেতুর উপরে, মালদার ক্ষেত্রে বাস চালাতে হলে কসবার কাছাকাছি ও বালুরঘাট রুটে চালাতে হলে চণ্ডীতলায় বেসরকারি বাস রাখার অনুমতি দেওয়া হয়েছে । কিন্তু দেখা যাচ্ছে সরকারি বাসগুলি শহরের মধ্যে দিয়ে চলাচল করছে ।
বাস মালিক সংগঠনগুলির প্রশ্ন, সরকারি বাস যদি শহরের ডিপো থেকে বেরিয়ে পরিষেবা দিতে পারে, তাহলে বেসরকারি বাস কেন পারবে না? সব যানবাহনের ক্ষেত্রে সরকারি নিয়ম এক হওয়া উচিত বলে মনে করেন তাঁরা । মালদা, শিলিগুড়ি ও বালুরঘাটেও লকডাউন চলছে । সেসব জায়গায় বেসরকারি বাসগুলি বাসস্ট্যান্ড থেকে চলছে । তাহলে উত্তর দিনাজপুর জেলার বেসরকারি বাস নিয়ে কেন দ্বিচারিতা করা হচ্ছে? এই নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক ।
প্লাবনবাবু আরও বলেন, ‘‘রায়গঞ্জ বাসস্ট্যান্ড থেকে এই স্থানগুলির দূরত্ব প্রায় ২ থেকে ৩ কিলোমিটার । এইভাবে বাস চালাতে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আমাদের । সবদিক বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারি বাস শহরের উপর দিয়ে চলাচল করলে বেসরকারি বাস শহরের উপর দিয়ে চলাচলে অনুমতি দিতে হবে । সরকারি বাস যদি রাজ্য সরকারের নির্দেশ না মানে তাহলে বেসরকারি বাস কেন তা মানবে?’’