ETV Bharat / sports

ভারতের বিরুদ্ধে সিরিজের দলঘোষণা অজিদের, ওপেনিংয়ে নতুন মুখ - INDIA TOUR OF AUSTRALIA

পারথে প্রথম টেস্টের জন্য দলঘোষণা সেরে ফেলল অস্ট্রেলিয়া ৷ দলে চমক বলতে দুই ৷ খোয়াজার সঙ্গে ওপেন করবেন আনকোরা ওপেনার ৷ কে তিনি?

NATHAN MCSWEENEY
ন্য়াথন ম্য়াকসুইনে (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 3:47 PM IST

মেলবোর্ন, 10 নভেম্বর: ডেভিড ওয়ার্নারের অবসরের পর স্টপগ্য়াপ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন স্টিভ স্মিথ ৷ তবে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির আগে নয়া ওপেনারের খোঁজ চলছিল ক্রিকেট অস্ট্রেলিয়ায় ৷ অবশেষে পাওয়া গেল সেই হদিশ ৷ সদ্য ভারতীয়-এ দলের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্য়ান্স করে ওঠা ন্য়াথন ম্য়াকসুইনে'কে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচের স্কোয়াডে ডাকল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ উসমান খোয়াজার সঙ্গে পারথে ওপেন করবেন তিনিই ৷

রবিবার বর্ডার-গাভাসকর ট্রফির কেবল প্রথম ম্যাচের জন্যই 13 সদস্যের দলঘোষণা করেছে অস্ট্রেলিয়া ৷ এর বাইরে দলঘোষণায় চমক বলতে জস ইংলিশ ৷ যদিও তাঁকে রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ৷ তবে সব ছাপিয়ে অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফির দলঘোষণায় আলোচনার কেন্দ্রে ম্যাকসুইনে ৷ অভিজ্ঞ মার্কাস হ্যারিসের নাম আলোচনায় ঘোরাফেরা করলেও নবাগত ম্য়াকসুইনের উপর ভরসা রাখলেন নির্বাচকরা ৷ যদিও সম্প্রতি অস্ট্রেলিয়া-এ দলের হয়ে ওপেনে নেমে সাফল্য পাননি ব্রিসবেনের 25 বছরের তরুণ ৷

আনঅফিসিয়াল সিরিজের প্রথম ম্যাচে 39 ও অপরাজিত 88 রান করলেও দ্বিতীয় ম্যাচে ওপেনার হিসেবে যথাক্রমে 14 ও 25 রান করেন ন্যাথন ম্যাকসুইনে ৷ নয়া ওপেনারের নির্বাচন প্রসঙ্গে নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, "সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্য়ান্সে ও আমাদের বিশ্বাস অর্জন করেছে ৷ দক্ষিণ অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া-এ দলের হয়ে তাঁর পারফরম্য়ান্স দেখে আমাদের মনে হয়েছে ওকে এবার সুযোগ দেওয়া উচিত ৷" পাশাপাশি জস ইংলিসের অন্তর্ভুক্তি হিসেবে শেফিল্ড শিল্ডে স্টাম্পার-ব্যাটারের পারফরম্য়ান্সের স্তুতি নির্বাচক প্রধানের মুখে ৷

অধিনায়ক প্য়াট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্য়াজেলউডের পাশাপাশি পেস বিভাগ সামলাতে প্রথম টেস্টে ডাক পড়েছে স্কট বোল্য়ান্ডেরও ৷ গতবছর জুলাইয়ের পর অজি স্কোয়াডে বোল্য়ান্ডের ডাক পাওয়া প্রসঙ্গে বেইলি জানান, সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করেছে স্কট ৷ একইসঙ্গে ফাস্ট বোলারকে স্কোয়াডের একজন্য মূল্যবান সদস্য বলেছেন অজি নির্বাচক প্রধান ৷ একইসঙ্গে বেইলি এও জানিয়েছেন, সিরিজ জিততে কোচ অ্যান্ড্রু ম্য়াকডোনাল্ড এবং অধিনায়ক প্য়াট কামিন্সকে সবচেয়ে ব্যালান্সড দলই তুলে দেওয়া হয়েছে ৷

একনজরে অস্ট্রেলিয়া স্কোয়াড: কামিন্স (অধিনায়ক), বোল্য়ান্ড, ক্যারে, হ্য়াজেলউড, হেড, ইংলিশ, খোয়াজা, লাবুশান, লায়ন, মার্শ, ম্য়াকসুইনে, স্মিথ ও স্টার্ক ৷

মেলবোর্ন, 10 নভেম্বর: ডেভিড ওয়ার্নারের অবসরের পর স্টপগ্য়াপ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন স্টিভ স্মিথ ৷ তবে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির আগে নয়া ওপেনারের খোঁজ চলছিল ক্রিকেট অস্ট্রেলিয়ায় ৷ অবশেষে পাওয়া গেল সেই হদিশ ৷ সদ্য ভারতীয়-এ দলের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্য়ান্স করে ওঠা ন্য়াথন ম্য়াকসুইনে'কে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচের স্কোয়াডে ডাকল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ উসমান খোয়াজার সঙ্গে পারথে ওপেন করবেন তিনিই ৷

রবিবার বর্ডার-গাভাসকর ট্রফির কেবল প্রথম ম্যাচের জন্যই 13 সদস্যের দলঘোষণা করেছে অস্ট্রেলিয়া ৷ এর বাইরে দলঘোষণায় চমক বলতে জস ইংলিশ ৷ যদিও তাঁকে রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ৷ তবে সব ছাপিয়ে অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফির দলঘোষণায় আলোচনার কেন্দ্রে ম্যাকসুইনে ৷ অভিজ্ঞ মার্কাস হ্যারিসের নাম আলোচনায় ঘোরাফেরা করলেও নবাগত ম্য়াকসুইনের উপর ভরসা রাখলেন নির্বাচকরা ৷ যদিও সম্প্রতি অস্ট্রেলিয়া-এ দলের হয়ে ওপেনে নেমে সাফল্য পাননি ব্রিসবেনের 25 বছরের তরুণ ৷

আনঅফিসিয়াল সিরিজের প্রথম ম্যাচে 39 ও অপরাজিত 88 রান করলেও দ্বিতীয় ম্যাচে ওপেনার হিসেবে যথাক্রমে 14 ও 25 রান করেন ন্যাথন ম্যাকসুইনে ৷ নয়া ওপেনারের নির্বাচন প্রসঙ্গে নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, "সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্য়ান্সে ও আমাদের বিশ্বাস অর্জন করেছে ৷ দক্ষিণ অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া-এ দলের হয়ে তাঁর পারফরম্য়ান্স দেখে আমাদের মনে হয়েছে ওকে এবার সুযোগ দেওয়া উচিত ৷" পাশাপাশি জস ইংলিসের অন্তর্ভুক্তি হিসেবে শেফিল্ড শিল্ডে স্টাম্পার-ব্যাটারের পারফরম্য়ান্সের স্তুতি নির্বাচক প্রধানের মুখে ৷

অধিনায়ক প্য়াট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্য়াজেলউডের পাশাপাশি পেস বিভাগ সামলাতে প্রথম টেস্টে ডাক পড়েছে স্কট বোল্য়ান্ডেরও ৷ গতবছর জুলাইয়ের পর অজি স্কোয়াডে বোল্য়ান্ডের ডাক পাওয়া প্রসঙ্গে বেইলি জানান, সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করেছে স্কট ৷ একইসঙ্গে ফাস্ট বোলারকে স্কোয়াডের একজন্য মূল্যবান সদস্য বলেছেন অজি নির্বাচক প্রধান ৷ একইসঙ্গে বেইলি এও জানিয়েছেন, সিরিজ জিততে কোচ অ্যান্ড্রু ম্য়াকডোনাল্ড এবং অধিনায়ক প্য়াট কামিন্সকে সবচেয়ে ব্যালান্সড দলই তুলে দেওয়া হয়েছে ৷

একনজরে অস্ট্রেলিয়া স্কোয়াড: কামিন্স (অধিনায়ক), বোল্য়ান্ড, ক্যারে, হ্য়াজেলউড, হেড, ইংলিশ, খোয়াজা, লাবুশান, লায়ন, মার্শ, ম্য়াকসুইনে, স্মিথ ও স্টার্ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.