রায়গঞ্জ, 8 অগাস্ট : বিপুল পরিমাণে মাদক পাচারের ছক বানচাল করল পুলিশ ৷ রায়গঞ্জের করণদিঘি এলাকায় ঘটনা ৷ গতকাল বিকেলে মাছের গাড়ি করে প্রায় 20 লাখ টাকার গাঁজা পাচারের চেষ্টা করে পাচারকারীরা ৷ তখনই নাকা চেকিংয়ে ওই গাড়িটিকে আটক করে পুলিশ৷ পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে গাড়িতে থাকা দুই অভিযুক্ত ৷ তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷
অভিযুক্ত ওই ব্যক্তির নাম খোকন দাস । জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার বাসিন্দা । অপর পলাতক অভিযুক্তের নাম অলোক দাস ৷ পুলিশের অনুমান আন্তঃজেলা গাজা পাচারকারী চক্রের সক্রিয় সদস্য অলোক দাস এবং খোকন দাস । অলোকে খোঁজ চালাচ্ছে পুলিশ ৷
রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিংহ জানান, "আমারা আগেই সূত্র মারফত খবর পেয়েছিলাম বিপুল পরিমাণে গাঁজা জেলায় ঢুকছে ৷ তারপরই আমাদের বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করি ৷ তাতেই মিলেছে ফল ৷ গতকাল বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে ৷ যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় 20 লাখ টাকা ।" অভিযুক্তের পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।