উত্তর দিনাজপুর, 14 ফেব্রুয়ারি : আজ 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন ৷ আর এই দিনটিতে ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব পন্থা নিল রায়গঞ্জ ট্রাফিক পুলিশ ৷ রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে পথ চলতি মানুষ ও গাড়ি চালকদের লাল গোলাপ ফুল উপহার তুলে দিল পুলিশ। আম জনতার কথা যে পুলিশ প্রশাসন চিন্তা করে সেই বার্তাই দেওয়ার চেষ্টা করলেন তাঁরা ।
পুলিশ যে সমাজের বন্ধু, তাঁরাও যে নাগরিকদের ভালোবাসে তারই ছবি উঠে এলো রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ৷ 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনে, ভালোবাসার বার্তা দিয়ে সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন রায়গঞ্জ ট্রাফিক পুলিশ ৷ শহরের শিলিগুড়ি মোড়ে চৌমাথায় জাতীয় সড়ক ও রাজ্য সড়কে চলাচলকারী সব গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল উপহার হিসেবে তুলে দিলেন ট্রাফিক পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা।
আরও পড়ুন :রক্তদান, রোগীদের গোলাপ-চকোলেট দিয়ে ভালোবাসার দিন উদযাপন চিকিৎসকদের
ছোট গাড়ি হোক বাইক বা লরি, যাতে ধীরে চালানো হয় সেই বার্তাই এদিন দেওয়া হয় ৷ একই সঙ্গে কোনও দুর্ঘটনা যাতে না ঘটে এবং সর্বোপরি ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে ওঠে, সেই লক্ষ্যেই এই অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন রায়গঞ্জ ট্রাফিক পুলিশের ওসি জামালউদ্দিন সরকার। ভালোবাসার দিনটিতে সকালে রাস্তায় বেরিয়ে পুলিশের কাছ থেকে সুন্দর গোলাপ ফুল উপহার পেয়ে খুশি রায়গঞ্জের সাধারণ মানুষও ৷