ETV Bharat / state

কোভিড গাইডলাইন না মানলে কড়া পদক্ষেপ রায়গঞ্জ পৌরসভার - mask

রায়গঞ্জ শহরে বিগত এক সপ্তাহে শহরে প্রায় ২০০ জন করোনা আক্রান্ত হয়েছে। শহরের মানুষদের সুরক্ষিত রাখার জন্য কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ৷ পৌরসভার নির্দেশিকা মেনে চলতে শহরবাসীকে অনুরোধ জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস।

rauganj
মাস্ক ছাড়াই রাস্তায় চলাফেরা
author img

By

Published : Apr 24, 2021, 6:05 PM IST

রায়গঞ্জ, ২৪ এপ্রিল : করোনা সংক্রমণ ভয়াবহ চেহারা নিচ্ছে রায়গঞ্জ শহরে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে রায়গঞ্জ শহর দিনের পর দিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় কড়া পদক্ষেপ নিতে চলেছে রায়গঞ্জ পৌরসভা। করোনা পরিস্থিতিতে সামাল দিতে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করে রায়গঞ্জ পৌরসভা ৷

আরও পড়ুন- সস্তা হচ্ছে অক্সিজেন

রায়গঞ্জ শহরে বিগত এক সপ্তাহে শহরে প্রায় ২০০ জন করোনা আক্রান্ত হয়েছে। শহরের মানুষদের সুরক্ষিত রাখার জন্য কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ৷ পৌরসভার নির্দেশিকা মেনে চলতে শহরবাসীকে অনুরোধ জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস। মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন সন্দীপবাবু।

rauganj
মাস্ক ছাড়াই রাস্তায় চলাফেরা

আরও পড়ুন- আশঙ্কাজনক রোগী ছাড়া সিসিইউতে নয়, স্পষ্ট করল নবান্ন

সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, আগামী দিনে মানুষ মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় না রাখলে ফাইনের ব্যবস্থা করা হবে ৷ প্রথমের দিকে মাইকে প্রচার করে সচেতন করা হবে ৷ কিন্তু তাতে কাজ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে । এদিকে আজ সকালেও দেখা যায় বিভিন্ন এলাকায় মাস্ক ছাড়া ঘুরছেন সাধারণ মানুষ ৷ অনেকের মুখ ও নাকের নিচে ঝুলছে সেই মাস্ক ৷ এমনকী দূরত্ববিধি না মেনেও অনেককে ভিড় করতেও দেখা গিয়েছে ৷

রায়গঞ্জ, ২৪ এপ্রিল : করোনা সংক্রমণ ভয়াবহ চেহারা নিচ্ছে রায়গঞ্জ শহরে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে রায়গঞ্জ শহর দিনের পর দিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় কড়া পদক্ষেপ নিতে চলেছে রায়গঞ্জ পৌরসভা। করোনা পরিস্থিতিতে সামাল দিতে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করে রায়গঞ্জ পৌরসভা ৷

আরও পড়ুন- সস্তা হচ্ছে অক্সিজেন

রায়গঞ্জ শহরে বিগত এক সপ্তাহে শহরে প্রায় ২০০ জন করোনা আক্রান্ত হয়েছে। শহরের মানুষদের সুরক্ষিত রাখার জন্য কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ৷ পৌরসভার নির্দেশিকা মেনে চলতে শহরবাসীকে অনুরোধ জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস। মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন সন্দীপবাবু।

rauganj
মাস্ক ছাড়াই রাস্তায় চলাফেরা

আরও পড়ুন- আশঙ্কাজনক রোগী ছাড়া সিসিইউতে নয়, স্পষ্ট করল নবান্ন

সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, আগামী দিনে মানুষ মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় না রাখলে ফাইনের ব্যবস্থা করা হবে ৷ প্রথমের দিকে মাইকে প্রচার করে সচেতন করা হবে ৷ কিন্তু তাতে কাজ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে । এদিকে আজ সকালেও দেখা যায় বিভিন্ন এলাকায় মাস্ক ছাড়া ঘুরছেন সাধারণ মানুষ ৷ অনেকের মুখ ও নাকের নিচে ঝুলছে সেই মাস্ক ৷ এমনকী দূরত্ববিধি না মেনেও অনেককে ভিড় করতেও দেখা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.