রায়গঞ্জ, 20 মে : ইসলামপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গতকাল সাংবাদিক নিগ্রহের যে ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা করলেন মহম্মদ সেলিম । রায়গঞ্জ কেন্দ্রের এই বিদায়ী সাংসদ টেলিফোনে তাঁর প্রতিক্রিয়া দেন।
সেলিম বলেন, "নির্বাচন কমিশন সাত দফা ভোটেও শিক্ষা নেয়নি । লোকসভা ভোটে ইসলামপুরে গন্ডগোল হয়েছিল । কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। "
সেলিম আরও বলেন, "মাত্র একমাস আগে লোকসভা ভোটে ইসলামপুরে আমার উপর আক্রমণ হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলাম পুলিশের কাছে । কিন্তু তা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । আজ ফের ইসলামপুর কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বোমাবাজি করেছে এবং সাংবাদিকদের উপর আক্রমণ করেছে । এই ঘটনায় রাজ্যজুড়ে সাংবাদিকদের প্রতিবাদে সরব হওয়া উচিত। "
উল্লেখ্য, গতকাল ইসলামপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হন বৈদ্যুতিন মাধ্য়মের এক সাংবাদিক । লাঠির আঘাতে গুরুতর জখম হন তিনি । এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে । আক্রান্ত সাংবাদিকের চিকিৎসা চলছে ইসলামপুর মহকুমা হাসপাতালে।