রায়গঞ্জ, 21 মার্চ: কোরোনা ভাইরাস মোকাবিলায় এবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে সচেতনতা প্রচার সাড়ছেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের একদল বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী বৃন্দ ৷ আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রচার সারতে একই জনগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিচ্ছেন তাঁরা । বেসরকারি স্কুল বর্তমানে কোরোনা ভাইরাসে আতঙ্কের জেরে বন্ধ থাকার কারণে পাওয়া সময়কে এই ভাবেই কাজে লাগাচ্ছেন একদল শিক্ষক-শিক্ষিকা । তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে ভুলবেন না সাধারণ মানুষ । তাঁদের এই উদ্যোগে প্রভাবিত হয়ে করণদিঘি ব্লকের BDO যোগ দিয়েছেন ।
সারা বিশ্বজুড়ে বর্তমানে কোরোনা ভাইরাসের আতঙ্কে প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে সর্বত্রই ৷ কোরোনা ভাইরাস একে একে থাবা বসিয়েছে গোটা বিশ্বে । এই ভাইরাস থেকে বাঁচার উপায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা । কিছুক্ষণ পরপরই স্যানিটাইজ়ার বা সাবান দিয়ে হাত ধোয়া । সর্দি কাশি হাঁচি বা অন্যান্য লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করা । এই বিষয়ে প্রচার চালানো হচ্ছে রাজ্যও কেন্দ্র সরকারের তরফ থেকেও । তবে বিভিন্ন পিছিয়ে পড়া জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাসিন্দাদের কাছে এখনো পর্যন্ত কোরোনা ভাইরাসের থেকে বাঁচতে কি কি উপায় অবলম্বন করা উচিত তা স্পষ্ট ধারণা হচ্ছে না । নানা সময়ে নানান ভাবে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে । কোরোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে কী পন্থা অবলম্বন করা উচিত সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবারে ব্লকের টুঙ্গীদিঘি এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা পদক্ষেপ করল । আগামী 31 তারিখ পর্যন্ত প্রত্যন্ত এলাকাতেই এই দলটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারবে । করণদিঘি ব্লকের BDO নিজেও এই উদ্যোগে শামিল হয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে ওই দলের সঙ্গে প্রচার চালিয়েছেন ।