ETV Bharat / state

পুরোহিত ভাতার দাবিতে সরব ‘রায়গঞ্জ পুরোহিত সমাজ’ - রায়গঞ্জ পুরোহিত সমাজ

পুরোহিত ভাতার দাবিতে এবার সরব হতে শুরু করেছেন রায়গঞ্জের পুরোহিতরা ৷ দ্রুত পুরোহিত ভাতা চালু না করলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ৷

priests-are-vocal-for-their-allowance-which-was-promises-by-cm-mamata-banerjee
পুরোহিত ভাতার দাবিতে সরব ‘রায়গঞ্জ পুরোহিত সমাজ’
author img

By

Published : Jun 28, 2021, 5:28 PM IST

রায়গঞ্জ, 28 জুন : করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরোহিত সমাজ ৷ তাদের অভিযোগ তৃণমূল ভোটের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে পুরোহিত ভাতা দেওয়ার কথা বলেছিল ৷ কিন্তু, ভোট মিটে গিয়ে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে ৷ কিন্তু, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সেই প্রতিশ্রুতি এখনও পালন করেননি ৷ তাই এবার নিজেদের প্রাপ্য নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল রায়গঞ্জের পুরোহিত সমাজ ৷

এ নিয়ে রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী ৷ তিনি অভিযোগ করেছেন ভোটের আগে পুরোহিতদের প্রলোভন দেখিয়েছিল তৃণমূল ৷ কিন্তু, ভোট মিটতেই সব ভুলে গেছে তারা ৷ তাই রাজ্যের মুখ্য়মন্ত্রীর দ্রুত তাঁর প্রতিশ্রুতি পালন করা উচিত বলে জানান রায়গঞ্জের বিধায়ক ৷ প্রসঙ্গত, ভোটের আগে মুখ্যমন্ত্রী পুরোহিত ভাতা চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ সেই ঘোষণায় খুশি হয়ে রায়গঞ্জের পুরোহিত সমাজ তৃণমূলকে ভোট দিয়েছিল ৷ এমনটাই জানিয়েছেন পুরোহিত সংগঠনের সদস্য মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ৷ কিন্তু, ভোট মিটে গেলেও তাঁদের কথা রাজ্য সরকার ভাবছে না বলে অভিযোগ করেছেন তিনি ৷

পুরোহিত ভাতার দাবিতে সরব ‘রায়গঞ্জ পুরোহিত সমাজ’

আরও পড়ুন : এখনও মেলেনি ভাতা, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি শুধুই নির্বাচনী চমক; অভিযোগ মালদার পুরোহিতদের

মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা আশায় ছিলেন ভোট মিটলেই ভাতা পাবেন ৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ভাতার টাকা তাঁরা এখনও পাননি ৷ করোনা আবহে তাঁদের জীবন খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ রাজ্য সরকার দ্রুত পুরোহিত ভাতা চালু না করলে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

রায়গঞ্জ, 28 জুন : করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরোহিত সমাজ ৷ তাদের অভিযোগ তৃণমূল ভোটের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে পুরোহিত ভাতা দেওয়ার কথা বলেছিল ৷ কিন্তু, ভোট মিটে গিয়ে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে ৷ কিন্তু, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সেই প্রতিশ্রুতি এখনও পালন করেননি ৷ তাই এবার নিজেদের প্রাপ্য নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল রায়গঞ্জের পুরোহিত সমাজ ৷

এ নিয়ে রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী ৷ তিনি অভিযোগ করেছেন ভোটের আগে পুরোহিতদের প্রলোভন দেখিয়েছিল তৃণমূল ৷ কিন্তু, ভোট মিটতেই সব ভুলে গেছে তারা ৷ তাই রাজ্যের মুখ্য়মন্ত্রীর দ্রুত তাঁর প্রতিশ্রুতি পালন করা উচিত বলে জানান রায়গঞ্জের বিধায়ক ৷ প্রসঙ্গত, ভোটের আগে মুখ্যমন্ত্রী পুরোহিত ভাতা চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ সেই ঘোষণায় খুশি হয়ে রায়গঞ্জের পুরোহিত সমাজ তৃণমূলকে ভোট দিয়েছিল ৷ এমনটাই জানিয়েছেন পুরোহিত সংগঠনের সদস্য মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ৷ কিন্তু, ভোট মিটে গেলেও তাঁদের কথা রাজ্য সরকার ভাবছে না বলে অভিযোগ করেছেন তিনি ৷

পুরোহিত ভাতার দাবিতে সরব ‘রায়গঞ্জ পুরোহিত সমাজ’

আরও পড়ুন : এখনও মেলেনি ভাতা, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি শুধুই নির্বাচনী চমক; অভিযোগ মালদার পুরোহিতদের

মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা আশায় ছিলেন ভোট মিটলেই ভাতা পাবেন ৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ভাতার টাকা তাঁরা এখনও পাননি ৷ করোনা আবহে তাঁদের জীবন খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ রাজ্য সরকার দ্রুত পুরোহিত ভাতা চালু না করলে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.