রায়গঞ্জ, 14 সেপ্টেম্বর : বাড়তে থাকা আলুর দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে রায়গঞ্জের বাসিন্দাদের । এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার থেকে রায়গঞ্জ শহরে সুলভ মূল্যে আলু বিক্রি করা শুরু হল ।
বাজারে যেখানে 35 টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে সেখানে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন মাত্র 25 টাকা কিলো দরে আলু বিক্রি করা শুরু করেছে । এর ফলে সাধারণ মানুষ থেকে নিম্নবিত্ত পরিবারের লোকেরা কিছুটা হলেও সুবিধা পাচ্ছেন । রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিসের সামনে থেকে শুরু করে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রটি গোটা শহর ঘুরে কম দামে আলু বিক্রি করছে ।
বর্তমান পরিস্থিতিতে বাজারে আলুর দাম উর্দ্ধমুখী । প্রতিদিনই বাড়ছে আলুর দাম । সেই কারণে সাধারণ মানুষের স্বার্থে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সোমবার থেকে রায়গঞ্জ শহরে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলুর বিক্রি করা শুরু হল । রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, “নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের স্বার্থ রক্ষার্থে আমরা এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি । সাধারণ মানুষের বাজারে গিয়ে আলু কিনতে নাভিশ্বাস উঠে যাচ্ছে । দীর্ঘদিন ধরে শহরবাসীর সমস্যার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"
এই বিষয়ে শুভ্র বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যাক্তি বলেছেন, “আলুর দাম যেভাবে বেড়েছে তাতে আমাদের চরম সমস্যায় পড়তে হয়েছে । এখানে 25 টাকা মূল্যে আলু পাওয়া যাচ্ছে তাতে আমরা খুব উপকৃত হয়েছি ।" অপরদিকে গোবিন্দ সাহা নামে এক ব্যবসায়ী জানিয়েছেন, বেশি দামে আলু কিনতে হচ্ছে বলে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে । আগের চেয়ে আলু বিক্রি কমে গিয়েছে বলেও জানান তিনি ।