ETV Bharat / state

মাস্ক না পরায় কালিয়াগঞ্জে জরিমানা পুলিশের

মাস্ক না পরায় 18 জন মোটর সাইকেল চালককে জরিমানা করল কালিয়াগঞ্জ পুলিশ।

police fined
জরিমানা করল পুলিশ
author img

By

Published : Jul 29, 2020, 2:55 AM IST

রায়গঞ্জ, 28 জুলাই : কান ধরে ওঠবোস করার পর এবার মাস্ক না পরায় 18 জন মোটর সাইকেল চালককে জরিমানা করল কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশ ।

মাস্ক ছাড়াই রাস্তায় বের হওয়ায় মঙ্গলবার কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশ 18 জন মোটর বাইক চালককে জরিমানা করে । মঙ্গলবার কালিয়াগঞ্জের বাজারগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে । সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজারে ক্রেতার ভিড় ছিল । কালিয়াগঞ্জ থানার তরফে সচেতন করার জন্য মাইকিং করে প্রচার করা হয় ।

এদিকে কালিয়াগঞ্জ ট্রাফিকের OC দিনাসাং শেরপার নেতৃত্বে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে অভিযান চালানো হয় । মাস্ক না পরায় 18 জন মোটরবাইক চালককে জরিমানা করে পুলিশ।

কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক পাল বলেন, সাধারণ মানুষ সুস্থ থাকলে তাদের পরিবারও সুস্থ থাকবে ৷ ফলে সবার উচিত কোরোনা প্রতিরোধে নির্দেশিকা মেনে চলা ৷

রায়গঞ্জ, 28 জুলাই : কান ধরে ওঠবোস করার পর এবার মাস্ক না পরায় 18 জন মোটর সাইকেল চালককে জরিমানা করল কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশ ।

মাস্ক ছাড়াই রাস্তায় বের হওয়ায় মঙ্গলবার কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশ 18 জন মোটর বাইক চালককে জরিমানা করে । মঙ্গলবার কালিয়াগঞ্জের বাজারগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে । সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজারে ক্রেতার ভিড় ছিল । কালিয়াগঞ্জ থানার তরফে সচেতন করার জন্য মাইকিং করে প্রচার করা হয় ।

এদিকে কালিয়াগঞ্জ ট্রাফিকের OC দিনাসাং শেরপার নেতৃত্বে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে অভিযান চালানো হয় । মাস্ক না পরায় 18 জন মোটরবাইক চালককে জরিমানা করে পুলিশ।

কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক পাল বলেন, সাধারণ মানুষ সুস্থ থাকলে তাদের পরিবারও সুস্থ থাকবে ৷ ফলে সবার উচিত কোরোনা প্রতিরোধে নির্দেশিকা মেনে চলা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.