ETV Bharat / state

লকডাউনের জেরে অনেকেই জামাইষষ্ঠী সারলেন অনলাইনে - লকডাউনের জেরে আজ অনেকেই পালন করলেন ডিজিটাল জামাইষষ্ঠী

লকডাউনের ফলে জামাইষষ্ঠীর পরিচিত ছবিটা এবারে উধাও । তবে হাল ছাড়তে রাজি নন শ্বশুর-শাশুড়িরা । তাই মোবাইলে ভিডিয়ো কলের মাধ্যমেই পাখার হাওয়া, হলুদ বাটা কপালে ছোঁয়ানো সহ যাবতীয় নিয়ম পালন করলেন শাশুড়িরা ৷

people celebrated digital jamaishasthi in north dinajpur
লকডাউনের জেরে আজ অনেকেই পালন করলেন ডিজিটাল জামাইষষ্ঠী
author img

By

Published : May 29, 2020, 7:00 AM IST

রায়গঞ্জ, 28 মে : একদিকে কোরোনা আতঙ্ক ৷ অন্যদিকে, বিধ্বংসী আমফানের দাপট । এই জোড়া ধাক্কায় এবছর জামাইষষ্ঠীর আনন্দ উৎসব ফিকে । স্বাভাবিক কারণেই মন খারাপ শ্বশুর-শাশুড়িদের । তাই এবছর মেয়ে-জামাইকে কাছে না পেয়ে অনলাইনেই ষষ্ঠী সারলেন শাশুড়িরা ।

প্রতি বছর জামাইষষ্ঠীর দিন ব্যাগ ভরতি করে মাছ,মাংস,সবজি,মিষ্টি নিয়ে বাড়ি ফিরতেন শ্বশুরেরা । লক্ষ্য, বছরের এই বিশেষ দিনটিতে জামাইকে আদর করে খাওয়ানো । কিন্তু কোরোনা সংক্রমণ এবার সবকিছু পালটে দিয়েছে । একদিকে সামাজিক দূরত্ব বজায় রাখা অন্যদিকে লকডাউনে গৃহবন্দী হয়ে থাকা ৷ ফলে জামাইষষ্ঠীর পরিচিত ছবিটা এবার উধাও । তবে হাল ছাড়তে রাজি নন শ্বশুর-শাশুড়িরা । তাই মোবাইলে ভিডিয়ো কলের মাধ্যমেই পাখার হাওয়া, হলুদ বাটা কপালে ছোঁয়ানো সহ যাবতীয় নিয়ম পালন করলেন শাশুড়িরা ৷ ভিডিয়ো চ্যাটে প্রণামও সেরে নিলেন জামাইরা । এমনি ছবি ধরা পড়ল রায়গঞ্জ তুলসিতলার বাসিন্দা বিজয়া ঘোষের বাড়িতে । তাঁর মেয়ের বিয়ে হয়েছে সোধপুরে । লকডাউনের কারণে এবারে জামাইষষ্ঠীতে আসতে পারেননি তাঁরা । তাই বিজয়াদেবীও মোবাইলে ভিডিয়ো কলের মাধ্যমেই জামাইষষ্ঠী পালন করলেন ।

অন্যদিকে, একই পরিবারের রেবা ঘোষের মেয়েরও বিয়ে হয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে । তাঁরাও লকডাউনের জন্য জামাইষষ্ঠী করতে আসতে পারেননি । রেবাদেবীও একইভাবে জামাইষষ্ঠী পালন করলেন । বিজয়া ঘোষ জানিয়েছেন, মেয়ের বিয়ে হয়েছে কলকাতায় । লকডাউনের কারণে তাঁরা আসতে পারেননি । মেয়ে জামাইকে সামনা সামনি আপ্যায়ন করতে না পেরে মন খারাপ হলেও কিছু করার নেই । তাই এবার মোবাইলে ভিডিয়ো কলের মাধ্যমেই জামাইষষ্ঠী পালন করা হল ।

বিজয়াদেবীর জামাই দীপেন দাস বলেন , "লকডাউনের জন্য এবার জামাইষষ্ঠী করতে যেতে পারলাম না ৷ কিন্তু ভিডিয়ো কলের মাধ্যমে জামাইষষ্ঠী হওয়াতে খুব ভালো লাগছে । এটি একটি নতুন ধরনের অভিজ্ঞতা হল ৷ ডিজিটাল জামাইষষ্ঠী ।"

রায়গঞ্জ, 28 মে : একদিকে কোরোনা আতঙ্ক ৷ অন্যদিকে, বিধ্বংসী আমফানের দাপট । এই জোড়া ধাক্কায় এবছর জামাইষষ্ঠীর আনন্দ উৎসব ফিকে । স্বাভাবিক কারণেই মন খারাপ শ্বশুর-শাশুড়িদের । তাই এবছর মেয়ে-জামাইকে কাছে না পেয়ে অনলাইনেই ষষ্ঠী সারলেন শাশুড়িরা ।

প্রতি বছর জামাইষষ্ঠীর দিন ব্যাগ ভরতি করে মাছ,মাংস,সবজি,মিষ্টি নিয়ে বাড়ি ফিরতেন শ্বশুরেরা । লক্ষ্য, বছরের এই বিশেষ দিনটিতে জামাইকে আদর করে খাওয়ানো । কিন্তু কোরোনা সংক্রমণ এবার সবকিছু পালটে দিয়েছে । একদিকে সামাজিক দূরত্ব বজায় রাখা অন্যদিকে লকডাউনে গৃহবন্দী হয়ে থাকা ৷ ফলে জামাইষষ্ঠীর পরিচিত ছবিটা এবার উধাও । তবে হাল ছাড়তে রাজি নন শ্বশুর-শাশুড়িরা । তাই মোবাইলে ভিডিয়ো কলের মাধ্যমেই পাখার হাওয়া, হলুদ বাটা কপালে ছোঁয়ানো সহ যাবতীয় নিয়ম পালন করলেন শাশুড়িরা ৷ ভিডিয়ো চ্যাটে প্রণামও সেরে নিলেন জামাইরা । এমনি ছবি ধরা পড়ল রায়গঞ্জ তুলসিতলার বাসিন্দা বিজয়া ঘোষের বাড়িতে । তাঁর মেয়ের বিয়ে হয়েছে সোধপুরে । লকডাউনের কারণে এবারে জামাইষষ্ঠীতে আসতে পারেননি তাঁরা । তাই বিজয়াদেবীও মোবাইলে ভিডিয়ো কলের মাধ্যমেই জামাইষষ্ঠী পালন করলেন ।

অন্যদিকে, একই পরিবারের রেবা ঘোষের মেয়েরও বিয়ে হয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে । তাঁরাও লকডাউনের জন্য জামাইষষ্ঠী করতে আসতে পারেননি । রেবাদেবীও একইভাবে জামাইষষ্ঠী পালন করলেন । বিজয়া ঘোষ জানিয়েছেন, মেয়ের বিয়ে হয়েছে কলকাতায় । লকডাউনের কারণে তাঁরা আসতে পারেননি । মেয়ে জামাইকে সামনা সামনি আপ্যায়ন করতে না পেরে মন খারাপ হলেও কিছু করার নেই । তাই এবার মোবাইলে ভিডিয়ো কলের মাধ্যমেই জামাইষষ্ঠী পালন করা হল ।

বিজয়াদেবীর জামাই দীপেন দাস বলেন , "লকডাউনের জন্য এবার জামাইষষ্ঠী করতে যেতে পারলাম না ৷ কিন্তু ভিডিয়ো কলের মাধ্যমে জামাইষষ্ঠী হওয়াতে খুব ভালো লাগছে । এটি একটি নতুন ধরনের অভিজ্ঞতা হল ৷ ডিজিটাল জামাইষষ্ঠী ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.