ETV Bharat / state

রায়গঞ্জের সরকারি হাসপাতালে সাপ উদ্ধারে আতঙ্ক - হাসাপাতালে সাপ উদ্ধার

হাসপাতালের ডায়ালিসিস বিভাগের এয়ার কন্ডিশনারের ভিতর থেকে সাপ উদ্ধার ৷ চাঞ্চল্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ হাসপাতালে ৷ সাপটিকে উদ্ধার করলেন স্থানীয় একটি পশুপ্রেমী সংগঠনের কর্মীরা ৷

wb_ndin_01_snake_recovery_raiganj_hospital_wb10021
রায়গঞ্জের সরকারি হাসপাতালে সাপ উদ্ধারে আতঙ্ক
author img

By

Published : May 24, 2021, 6:38 PM IST

রায়গঞ্জ, 24 মে : রোগীদের চিকিৎসা চলাকালীনই হাসপাতালের ডায়ালিসিস বিভাগের এয়ার কন্ডিশনারের ভিতর থেকে উদ্ধার হল সাপ ৷ সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ হাসপাতালে ৷ ঘটনার পর দ্রুত খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালস কর্তৃপক্ষকে ৷ এই সংগঠনের সদস্যরা ছুটে এসে হাসপাতালের ডায়ালিসিস বিভাগের এয়ার কন্ডিশনারের ভিতর থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ৷

হাসপাতাল সূত্রে খবর, উদ্ধার হওয়া সাপটি বিষধর না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ হাসপাতালের ডাইলসিস বিভাগে ৷ স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসাধীন রোগী, সকলেই আতঙ্কিত হয়ে পড়েন ৷

আরও পড়ুন : বড় ময়াল উদ্ধার দুর্গাপুরে, দেখুন ভিডিয়োয়...

হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, এদিন ডায়ালিসিস বিভাগের এক স্বাস্থ্যকর্মীই প্রথম সাপটিকে দেখতে পান ৷ সেই কথা চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ হুড়োহুড়ি পড়ে যায় ডায়ালিসিস বিভাগে ৷ সাপ উদ্ধারের জন্য খবর দেওয়া হয় সংশ্লিষ্ট ওই পশুপ্রেমী সংগঠনকে ৷ এরপরই হাসপাতালে পৌঁছে যান সংগঠনের সদস্য সৌমেন দাস, রঞ্জন শর্মা এবং বিশাল রায় ৷ তাঁরাই সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ৷ ধড়ে প্রাণ ফেরে রোগী ও হাসপাতালের কর্মীদের ৷

রায়গঞ্জ, 24 মে : রোগীদের চিকিৎসা চলাকালীনই হাসপাতালের ডায়ালিসিস বিভাগের এয়ার কন্ডিশনারের ভিতর থেকে উদ্ধার হল সাপ ৷ সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ হাসপাতালে ৷ ঘটনার পর দ্রুত খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালস কর্তৃপক্ষকে ৷ এই সংগঠনের সদস্যরা ছুটে এসে হাসপাতালের ডায়ালিসিস বিভাগের এয়ার কন্ডিশনারের ভিতর থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ৷

হাসপাতাল সূত্রে খবর, উদ্ধার হওয়া সাপটি বিষধর না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ হাসপাতালের ডাইলসিস বিভাগে ৷ স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসাধীন রোগী, সকলেই আতঙ্কিত হয়ে পড়েন ৷

আরও পড়ুন : বড় ময়াল উদ্ধার দুর্গাপুরে, দেখুন ভিডিয়োয়...

হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, এদিন ডায়ালিসিস বিভাগের এক স্বাস্থ্যকর্মীই প্রথম সাপটিকে দেখতে পান ৷ সেই কথা চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ হুড়োহুড়ি পড়ে যায় ডায়ালিসিস বিভাগে ৷ সাপ উদ্ধারের জন্য খবর দেওয়া হয় সংশ্লিষ্ট ওই পশুপ্রেমী সংগঠনকে ৷ এরপরই হাসপাতালে পৌঁছে যান সংগঠনের সদস্য সৌমেন দাস, রঞ্জন শর্মা এবং বিশাল রায় ৷ তাঁরাই সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ৷ ধড়ে প্রাণ ফেরে রোগী ও হাসপাতালের কর্মীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.