রায়গঞ্জ , 17 এপ্রিল : লকডাউনের জেরে স্কুল বন্ধ । বাইরে যেতেও পারছে না । খেলতে পারছে না বন্ধুদের সঙ্গে । তাই মন ভালো নেই ছোটোদের ৷ সেই মন ভালো করতে এবং তাদের উৎসাহ দিতেঅনলাইনে কুইজ় এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল কালিয়াগঞ্জ পৌরসভা । পৌরসভার এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে প্রতিযোগীরা ।
লকডাউনের কারণে প্রায় প্রত্যেকেই গৃহবন্দী ৷ বাড়ির শিশুদের অবস্থা যেন আরও করুণ । স্কুল বন্ধ , ফলে পড়াশোনাও নেই । পাশাপাশি বাইরে খেলাধুলাও বন্ধ ৷ তাই তাদের কথা ভেবেই কালিয়াগঞ্জ পৌরসভা কুইজ় এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ৷ বাড়িতে বসেই প্রতিযোগীরা নাম নথিভুক্ত করতে পারবে । কুইজ় প্রতিযোগিতার জন্য 24 থেকে 29 এপ্রিল পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে ।
অঙ্কন প্রতিযোগিতায় 22 এপ্রিলের মধ্যে নাম নথিভুক্ত করাতে হবে । 25 এপ্রিল বিকেল 4 টে থেকে 5 টা-র মধ্যে প্রতিযোগীদের আঁকা ছবি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে । অঙ্কনের সমস্ত কিছু ভিডিয়োগ্রাফি করতে হবে । সেটাও প্রতিযোগীকে পাঠাতে হবে । দুটি প্রতিযোগিতায় প্রথম তিনজনকে পুরষ্কৃত করবে কালিয়াগঞ্জ পৌরসভা । শুধুমাত্র কালিয়াগঞ্জের বাসিন্দারাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ৷