ETV Bharat / state

রান্নাঘরের মেঝে থেকে উদ্ধার মহিলার দেহ, পলাতক শওহর - রায়গঞ্জে খুন গৃহবধু খবর

বিবিকে লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করেছিল এক ব্যক্তি ৷ তার নাম মহম্মদ হানিফ ৷ প্রথম বিবি অলিভিয়া পরভিন পরে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করে ৷ অভিযোগ, তাই তাকে খুন করে হানিফ ৷

wife
author img

By

Published : Oct 12, 2019, 3:18 PM IST

রায়গঞ্জ , 12 অক্টোবর : বিবিকে লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করেছিল এক ব্যক্তি ৷ তার নাম মহম্মদ হানিফ ৷ প্রথম বিবি অলিভিয়া পরভিন পরে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করে ৷ তাই তাকে খুন করে হানিফ ৷ এই অভিযোগ অলিভিয়ার পরিবারের৷ অভিযোগ, হানিফ গতরাতে অলিভিয়াকে খুন করে রান্নাঘরের মেঝেতে দেহটি পুঁতে দেয় ৷ উত্তর দিনাজপুরের হেমতাবাদের হরিনারায়ণ গ্রামের ঘটনা ৷

15 বছরের বিবাহিত জীবন হানিফ ও অলিভিয়ার ৷ তাঁদের একটি সন্তান রয়েছে ৷ অভিযোগ, তিন মাস আগে গোপনে আরও একটি বিয়ে করে হানিফ ৷ বিষয়টি তার প্রথম বিবি জানতে রাকে ৷ বিষয়টি নিয়ে সংসারে অশান্তি শুরু হয় ৷ অলিভিয়ার দাদা শাহজাহান আলির অভিযোগ, গতরাতে এনিয়ে ফের ঝগড়ার পর তাঁর বোনকে খুন করে মেঝেতে পুঁতে পালিয়ে যায় হানিফ ৷ এই খুনের সঙ্গে হানিফ ও তার পরিবারের আরও অনেকে জড়িত ৷ ঘটনার পর থেকে পলাতক হানিফ ও তার পরিবার ৷

আজ সকালে প্রতিবেশীরা দেখেন হানিফের বাড়িতে কেউ নেই ৷ এরপর তাঁরা রান্নাঘরে গিয়ে দেখেন অলিভিয়ার দেহের অর্ধেক মেঝেতে পোঁতা ৷ তাঁদের কাছ থেকে খবর পেয়ে রায়গঞ্জ থানা থেকে পুলিশ আসে ৷ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

রায়গঞ্জ , 12 অক্টোবর : বিবিকে লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করেছিল এক ব্যক্তি ৷ তার নাম মহম্মদ হানিফ ৷ প্রথম বিবি অলিভিয়া পরভিন পরে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করে ৷ তাই তাকে খুন করে হানিফ ৷ এই অভিযোগ অলিভিয়ার পরিবারের৷ অভিযোগ, হানিফ গতরাতে অলিভিয়াকে খুন করে রান্নাঘরের মেঝেতে দেহটি পুঁতে দেয় ৷ উত্তর দিনাজপুরের হেমতাবাদের হরিনারায়ণ গ্রামের ঘটনা ৷

15 বছরের বিবাহিত জীবন হানিফ ও অলিভিয়ার ৷ তাঁদের একটি সন্তান রয়েছে ৷ অভিযোগ, তিন মাস আগে গোপনে আরও একটি বিয়ে করে হানিফ ৷ বিষয়টি তার প্রথম বিবি জানতে রাকে ৷ বিষয়টি নিয়ে সংসারে অশান্তি শুরু হয় ৷ অলিভিয়ার দাদা শাহজাহান আলির অভিযোগ, গতরাতে এনিয়ে ফের ঝগড়ার পর তাঁর বোনকে খুন করে মেঝেতে পুঁতে পালিয়ে যায় হানিফ ৷ এই খুনের সঙ্গে হানিফ ও তার পরিবারের আরও অনেকে জড়িত ৷ ঘটনার পর থেকে পলাতক হানিফ ও তার পরিবার ৷

আজ সকালে প্রতিবেশীরা দেখেন হানিফের বাড়িতে কেউ নেই ৷ এরপর তাঁরা রান্নাঘরে গিয়ে দেখেন অলিভিয়ার দেহের অর্ধেক মেঝেতে পোঁতা ৷ তাঁদের কাছ থেকে খবর পেয়ে রায়গঞ্জ থানা থেকে পুলিশ আসে ৷ তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Intro:রায়গঞ্জ, ১২ অক্টোবরঃ-উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের হরিনারায়ণ গ্রামে বধূহত্যার ঘটনা ঘটল।স্ত্রীকে খুন করে রান্নাঘরের মাটির চুলার ভেতরে পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই গ্রামে।অভিযুক্তদের শাস্তির দাবীতে এলাকাবাসী সকাল সকাল ঘিরে ফেলে বাড়ি। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্তরা পলাতক।

হেমতাবাদ থানার হরিনারায়নপুরের বাসিন্দা ১৫ বছর আগে মহঃ হানিফের সাথে বিয়ে হয় অলিভিয়া পারভিনের। বিয়ের পর থেকে সুখেই সংসার করছিলো তারা। তাদের একটি সন্তান আছে। মাস তিন চারেক আগে গোপনে আরেকটি বিয়ে করে হানিফ। এই ঘটনা জানতে পেরে তার স্ত্রী অলিভিয়া প্রতিবাদ করে। তিন চার মাস যাবত হানিফের সাথে এ ঘটনা নিয়ে প্রায়ই অশান্তি হতো অলিভিয়ার সাথে। এমন টাই সূত্রের খবর।শুক্রবার রাতে অলিভিয়াকে বাড়িতে খুন করে মাটিতে পূতে দিয়ে পালিয়ে যায় স্বামীসহ পরিবারের লোকেরা বলে অভিযোগ। শনিবার সকালে রান্নাঘরের উনানে মাটিতে পোঁতা অবস্থায় অলিভিয়ার পা দেখতে পান প্রতিবেশীরা। বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষ ভিড় করেন বাড়িতে। খবর পেয়ে পৌঁছায় হেমতাবাদ থানায় বিশাল পুলিশ বাহিনী।অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে মৃতের আত্মীয়রা। হানিফসহ পরিবারের লোকেরা পলাতক। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাইটঃ- সাহাজাহান আলী (মৃতের আত্মীয়)
Body:JfConclusion:Jv
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.