ETV Bharat / state

Panchayat Election Results 2023: ভোটগণনা শেষে ফের উত্তপ্ত ইসলামপুর, গুলিবিদ্ধ 1 - Bengal Panchayat poll violence

ভোটগণনা শেষে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । ইসলামপুরে চলল গুলি ৷ গুলিবিদ্ধ হয়েছেন একজন ৷ এলাকায় উত্তেজনা ।

panchayat Elections violence in Islampur
উত্তপ্ত ইসলামপুর
author img

By

Published : Jul 12, 2023, 12:46 PM IST

রায়গঞ্জ, 12 জুলাই: গণনা ঘিরে ফের উত্তপ্ত ইসলামপুর, চলল গুলি। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ । জানা যাচ্ছে, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সমর্থকরা গুলি চালিয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন । তাঁর নাম মহম্মদ ফজিল ৷ তাঁকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুবস্তি এলাকায় । এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী নির্বাচন ঘিরে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সমর্থক ও চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের সমর্থকদের মধ্যে বিবাদ আগে থেকেই ছিল । সেই বিবাদকে কেন্দ্র করে দু'পক্ষের কেউই তৃণমূলের টিকিটে নির্বাচনে লড়াই করেনি । উভয়পক্ষই নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে । মঙ্গলবার গণনা শেষে ওই গ্রাম পঞ্চায়েতের মোট 22টি আসনের মধ্যে 13টিতে কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর নির্দল প্রার্থীরা জয়ী হন । বাকি 9টি আসনে হামিদুর রহমান গোষ্ঠীর নির্দল সমর্থকরা জয়ী হন । কার্যত গ্রাম পঞ্চায়েতটি কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর নির্দল প্রার্থীদের দখলেই চলে যায় । আর এই ফলাফল ঘোষণা হওয়ার পরেই তারা হামিদুর রহমান গোষ্ঠীর নির্দল সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন: ইসলামপুরে তৃণমূল ও নির্দল কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত উভয়পক্ষের বেশ কয়েকজন

ঘটনায় গুলিবিদ্ধ মহম্মদ ফাজিল বলেন, "আমরা বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম ৷ 10-12 জন দৌড়ে আসছিল ৷ সেসময় ওরা গুলি চালাচ্ছিল ৷ সেসময় আমার গুলি লাগে ৷" এ বিষয়ে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন, " গুলি চালানোর ঘটনা শুনেছি । ওরা যখন বলছে তাহলে নিশ্চয়ই কানাইয়াপক্ষই গুলি চালিয়েছে । আমার ঠিক জানা নেই।" এ ব্যাপারে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের প্রতিক্রিয়া এখনও মেলেনি ।

রায়গঞ্জ, 12 জুলাই: গণনা ঘিরে ফের উত্তপ্ত ইসলামপুর, চলল গুলি। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ । জানা যাচ্ছে, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সমর্থকরা গুলি চালিয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন । তাঁর নাম মহম্মদ ফজিল ৷ তাঁকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুবস্তি এলাকায় । এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী নির্বাচন ঘিরে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সমর্থক ও চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের সমর্থকদের মধ্যে বিবাদ আগে থেকেই ছিল । সেই বিবাদকে কেন্দ্র করে দু'পক্ষের কেউই তৃণমূলের টিকিটে নির্বাচনে লড়াই করেনি । উভয়পক্ষই নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে । মঙ্গলবার গণনা শেষে ওই গ্রাম পঞ্চায়েতের মোট 22টি আসনের মধ্যে 13টিতে কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর নির্দল প্রার্থীরা জয়ী হন । বাকি 9টি আসনে হামিদুর রহমান গোষ্ঠীর নির্দল সমর্থকরা জয়ী হন । কার্যত গ্রাম পঞ্চায়েতটি কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর নির্দল প্রার্থীদের দখলেই চলে যায় । আর এই ফলাফল ঘোষণা হওয়ার পরেই তারা হামিদুর রহমান গোষ্ঠীর নির্দল সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন: ইসলামপুরে তৃণমূল ও নির্দল কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত উভয়পক্ষের বেশ কয়েকজন

ঘটনায় গুলিবিদ্ধ মহম্মদ ফাজিল বলেন, "আমরা বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম ৷ 10-12 জন দৌড়ে আসছিল ৷ সেসময় ওরা গুলি চালাচ্ছিল ৷ সেসময় আমার গুলি লাগে ৷" এ বিষয়ে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন, " গুলি চালানোর ঘটনা শুনেছি । ওরা যখন বলছে তাহলে নিশ্চয়ই কানাইয়াপক্ষই গুলি চালিয়েছে । আমার ঠিক জানা নেই।" এ ব্যাপারে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের প্রতিক্রিয়া এখনও মেলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.