ETV Bharat / state

সহযাত্রীর বুদ্ধির জেরে পাচার হওয়া থেকে বাঁচল নাবালিকা - Siliguri

যুবকের বুদ্ধির জেরে উদ্ধার এক নাবালিকা ৷ ঘটনাটি রায়গঞ্জের সরকার বাসস্যান্ড এলাকার ৷ পরে ওই নাবালিকাকে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় ।

প্রতিকী ছবি
author img

By

Published : Sep 15, 2019, 2:38 PM IST

Updated : Sep 16, 2019, 9:13 AM IST

রায়গঞ্জ , 15 সেপ্টেম্বর : যুবকের বুদ্ধির জেরে উদ্ধার হল এক নাবালিকা ৷ ঘটনাটি রায়গঞ্জের সরকার বাসস্ট্যান্ড এলাকার ৷ পরে নাবালিকাকে উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় ।

স্থানীয় সূত্রে খবর , উদ্ধার হওয়া কিশোরী অসমের রঙ্গিয়া জেলার বাসিন্দা ৷ অভিযোগ, গতকাল তাঁর হবু স্বামী কিশোরীকে অন্য এক যুবকের কাছে পাচার করার জন্য দিয়ে যায় ৷ একটি সরকারি বাসে ওই কিশোরী এবং যুবক শিলিগুড়ি থেকে রওনা দেয় ৷ পরে বিহারের কিষাণগঞ্জ এলাকায় ওই যুবক বাস থেকে নেমে যায় ৷

বাসে কিশোরীর পাশের সিটেই ছিলেন রায়গঞ্জ শহরের মিলনপাড়ার বাসিন্দা সুভ্রদীপ ভৌমিক ৷ তাঁর সন্দেহ হয় কিশোরীকে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ৷ পরে নাবালিকার সঙ্গে কথা বলেন সুভ্রদীপবাবু ৷ তবে তিনি কিশোরীর ভাষা বুঝতে না পারায় রায়গঞ্জ সরকারি বাসস্ট্যান্ডে নিয়ে আসেন ।

এরপর স্থানীয় তৃণমূল নেতা কৌশিক দে-র সঙ্গে দেখা করে ঘটনাটি জানান । কৌশিকবাবু খবর দেন চাইল্ড লাইনে ৷ চাইল্ড লাইনের সদস্যরা এসে ওই কিশোরীর সঙ্গে দেখা করেন ৷ পরে যোগাযোগ করা হয় অসমের চাইল্ড লাইনের সঙ্গে ৷

কিশোরী জানিয়েছেন, " আমাকে আমার হবু স্বামী এক যুবকের হাতে তুলে দিয়েছে । আমার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায় ওই যুবক । "

অন্যদিকে, তৃণমূলের নেতা কৌশিক দে জানিয়েছেন, " ওই কিশোরীর হবু স্বামী তাঁকে যুবকের হাতে তুলে দিয়েছিল । বর্তমানে আমরা তাকে চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছি ৷ "

রায়গঞ্জ , 15 সেপ্টেম্বর : যুবকের বুদ্ধির জেরে উদ্ধার হল এক নাবালিকা ৷ ঘটনাটি রায়গঞ্জের সরকার বাসস্ট্যান্ড এলাকার ৷ পরে নাবালিকাকে উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় ।

স্থানীয় সূত্রে খবর , উদ্ধার হওয়া কিশোরী অসমের রঙ্গিয়া জেলার বাসিন্দা ৷ অভিযোগ, গতকাল তাঁর হবু স্বামী কিশোরীকে অন্য এক যুবকের কাছে পাচার করার জন্য দিয়ে যায় ৷ একটি সরকারি বাসে ওই কিশোরী এবং যুবক শিলিগুড়ি থেকে রওনা দেয় ৷ পরে বিহারের কিষাণগঞ্জ এলাকায় ওই যুবক বাস থেকে নেমে যায় ৷

বাসে কিশোরীর পাশের সিটেই ছিলেন রায়গঞ্জ শহরের মিলনপাড়ার বাসিন্দা সুভ্রদীপ ভৌমিক ৷ তাঁর সন্দেহ হয় কিশোরীকে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ৷ পরে নাবালিকার সঙ্গে কথা বলেন সুভ্রদীপবাবু ৷ তবে তিনি কিশোরীর ভাষা বুঝতে না পারায় রায়গঞ্জ সরকারি বাসস্ট্যান্ডে নিয়ে আসেন ।

এরপর স্থানীয় তৃণমূল নেতা কৌশিক দে-র সঙ্গে দেখা করে ঘটনাটি জানান । কৌশিকবাবু খবর দেন চাইল্ড লাইনে ৷ চাইল্ড লাইনের সদস্যরা এসে ওই কিশোরীর সঙ্গে দেখা করেন ৷ পরে যোগাযোগ করা হয় অসমের চাইল্ড লাইনের সঙ্গে ৷

কিশোরী জানিয়েছেন, " আমাকে আমার হবু স্বামী এক যুবকের হাতে তুলে দিয়েছে । আমার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায় ওই যুবক । "

অন্যদিকে, তৃণমূলের নেতা কৌশিক দে জানিয়েছেন, " ওই কিশোরীর হবু স্বামী তাঁকে যুবকের হাতে তুলে দিয়েছিল । বর্তমানে আমরা তাকে চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছি ৷ "

Intro:রায়গঞ্জ, ১৫ সেপ্টেম্বর, প্রসুন মৈত্র: এক যুবকের সহযোগিতায় এক নাবালিকাকে পাচার করার আগেই ওই নাবালিকা উদ্ধার হওয়ার ঘটনায় আলোরন সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সরকার বাসস্ট্যান্ডে এলাকায়। ওই নাবালিকাকে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, আসাম রাজ্যের রংগীয়া জেলার কুনাহার থানার কমলপুরের বাসিন্দা হুসেন আলির মেয়ে মোনিমা বেগম তার হবু স্বামী গতকাল এক যুবকের কাছে পাচার করার জন্য দিয়ে দেয় বলে অভিযোগ। একটি সরকারি বাসে করে শিলিগুড়ি থেকে রওনা দেয়। বিহারের কিষানগঞ্জে ওই যুবক গাড়ির থেকে নেমে যায়। পাশের সিটে বসে থাকা রায়গঞ্জ শহরের মিলনপাড়ার বাসিন্দা সুব্রদীপ ভৌমিক সন্দেহ হয় ওই নাবালিকাকে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল ওই যুবক। সাথে সাথে ওই নাবালিকার সাথে সুব্রদীপ কথা বললে তার কথা বুঝতে না পেরে তাকে সোজা রায়গঞ্জ সরকারি বাসস্ট্যান্ডে নিয়ে আসে। স্থানীয় এক তৃনমুল নেতা কৌশিক চক্রবর্তীর সাথে দেখা করে গোটা ঘটনাটি জানান। কৌশিকবাবু সাথে সাথে চাইল্ড লাইনে খবর দেওয়া হয়। চাইল্ড লাইনের সদস্যরা এসে ওই নাবালিকার সাথে দেখা করে সমস্ত বিষয়টি তার মুখ থেকে শুনে। আসামে থাকা চাইল্ড লাইনের সাথে ওই নাবালিকার সাথে কথাও বলে তার সমস্ত ঠিকানা বলে দেয়। চাইল্ড লাইনের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ওই নাবালিকাকে। সুব্রদীপ ভৌমিক জানিয়েছেন, পাচারের জন্য ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি এই কাজটা করে নিজেকে গর্ভিত মনে করেছি। পাশাপাশি সুব্রদীপ আরও বলেন মানুষকে সচেতন হয়ে নাবালিকা পাচার হওয়া আগের তাদেরকে উদ্ধার করতে হবে। অন্যদিকে তৃনমুলের নেতা কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, ওই নাবালিকার স্বামী ওই যুবকদের হাতে তুলে দিয়েছে। রায়গঞ্জ শিলিগুড়ির সরকারি বাসে এসে রায়গঞ্জে পৌছালে আমরা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। অপরদিকে ওই নাবালিকা জানিয়েছেন, আমাকে আমার স্বামী ওই যুবকের হাতে তুলে দিয়েছে ওই যুবককে বিয়ে করার জন্য। আমার কাছে থাকা আমার মোবাইল ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় ওই যুবক।

বাইট : সুব্রদীপ ভৌমিক
বাইট : কৌশিক চক্রবর্তী
বাইট : মোনিমা বেগমBody:AbcdConclusion:Abcd
Last Updated : Sep 16, 2019, 9:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.