কালিয়াগঞ্জ, 16 সেপ্টেম্বর : চাষের জমি নিয়ে প্রতিবেশী শরিকের সঙ্গে বিবাদ ৷ পরে সংঘর্ষ । যার জেরে মৃত্যু হল এক যুবকের ৷ নাম তোয়াবুর রহমান (26) ৷ জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন যুবক ৷ কালিয়াগঞ্জ থানার অন্তর্গত ফরিদপুর গ্রামের ঘটনা ৷
ফরিদপুর প্রাইমারি স্কুলের পাশে একটি চাষের জমি নিয়ে তোয়াবুরের সঙ্গে অনেকদিন ধরেই বিবাদ চলছিল প্রতিবেশী শরিক দলিল মিঞ্জার পরিবারের ৷ অভিযোগ, গতকাল রাতে ওই জমিতে একটি ঘর নির্মাণের কাজ শুরু করে দলিলের পরিবার ৷ সেই খবর পৌঁছানো মাত্রই নির্মাণের কাজে বাধা দেয় তোয়াবুরের পরিবার ৷ শুরু হয় বিবাদ ৷ তখনকার মতো স্থানীয়দের হস্তক্ষেপে বিবাদের মীমাংসা হয় ৷ কিন্তু অভিযোগ, মাঝরাতে তোয়াবুরের বাড়িতে ফের হামলা চালায় দলিল মিঞ্জার পরিবারের সদস্যরা ৷ তাদের বাধা দেয় তোয়াবুর ও পরিবারের সদস্যরা ৷ দু'পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ৷ সেইসময় ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় তোয়াবুর ৷ তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷
ঘটনায় জখম হয় তোয়াবুরের তিন ভাই তৈয়ব আলি, আয়ুব আনসার ও সইদুর রহমান ৷ তাদের অবস্থা গুরুতর হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সেখানে তৈয়ব ও আয়ুব চিকিৎসাধীন ৷ কিন্তু সইদুরের অবস্থার অবনতি হওয়ায় তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বসানো হয় পুলিশ পিকেট ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা ৷
পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ৷ মৃতের পরিবারের তরফে দলিল মিঞ্জা সহ 12 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে ৷ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷"