রায়গঞ্জ, 28 ফেব্রুয়ারি : হেমতাবাদের খুনের ঘটনায় রঞ্জিত বর্মণ নামে এক যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ । 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আজ রায়গঞ্জ আদালতে হাজির করা হয় ।
27 জানুয়ারি হেমতাবাদের চৈনগর কাহালই ব্রিজের কাছে রাজীবলোচন সরকার নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । দেহের পাশ থেকে একটি কার্তুজ উদ্ধার হয়েছিল । রাজীবের দুমরানো-মুচরানো মোটরবাইকটি পুলিশ উদ্ধার করেছিল ।
আরও পড়ুন : হেমতাবাদে যুবকের মৃতদেহ উদ্ধার
প্রাথমিকভাবে পুলিশ যুবকের মৃতদেহ নিয়ে ধন্দে পড়েছিল । ময়নাতদন্তে জানা যায় দুস্কৃতীরা রাজীবকে গুলি করে হত্যা করেছিল । তবে খুনের কারণ নিয়ে পুলিশ ধন্দে ছিল । গতকাল রাতে রায়গঞ্জ থানার বড় বতুয়া গ্রামে রঞ্জিত বর্মণ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় । তদন্তের স্বার্থে 14 দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে রায়গঞ্জ আদালতে পেশ করেছে । হেমতাবাদ থানার পুলিশ জানিয়েছে, খুনের কারন এখনও জানা যায়নি । তদন্ত চলছে । জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারন জানা যাবে ।