ETV Bharat / state

ছাগল নিয়ে বিবাদের জেরে প্রবীণ ব্যক্তিকে গুলি করে খুন - murder

ছাগল নিয়ে বিবাদ । তার জেরে প্রবীণ ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে । উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার আগডিমটিখুন্তি এলাকার মৌলানীগছ গ্রামের ঘটনা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 21, 2019, 7:46 PM IST

Updated : Jun 21, 2019, 8:59 PM IST

রায়গঞ্জ, 21 জুন : পুরোনো বিবাদের জেরে এক প্রবীণ ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে । উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার আগডিমটিখুন্তি এলাকার মৌলানীগছ গ্রামের ঘটনা । মৃতের নাম শাকাতু মহম্মদ ( ৬৫) । অভিযুক্ত দুই ব্যক্তির নাম মহম্মদ আমির ও পাসারুল আলম । ঘটনার পর থেকেই পলাতক আমির ও পাসারুল । এলাকায় মোতায়েন পুলিশ পিকেট ।

একটি ছাগল নিয়ে দীর্ঘদিন ধরেই শাকাতুর সঙ্গে ওই গ্রামেরই স্থানীয় বাসিন্দা কবীর ও পাসারুলের বিবাদ চলছিল । আজ সকালে শাকাতুর নিজের বাড়িতে বসেছিলেন । সেইসময় বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় কবীরের বন্ধু আমির ও পাসারুল । গুলির শব্দ শুনে ঘটনাস্থানে আসেন স্থানীয় বাসিন্দারা । তাঁরা শাকাতুর করে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ভিডিয়োয় শুনুন মমতাজ আলির বক্তব্য

শাখাতুরের ছেলে মমতাজ আলি বলেন, "ছাগল নিয়ে দীর্ঘদিন ধরে পাসারুল ও আমিরের সঙ্গে বিবাদ ছিল আব্বার । আজ সকালে আব্বা বাড়ির উঠোনে বসেছিলেন । সেই সময় আমির ও পাসারুল তাঁকে লক্ষ্য করে গুলি করে । এরপর তারা পালিয়ে যায় । কেন তারা এই ঘটনা ঘটাল তা আমরা বুঝতে পারছি না ।" ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ । তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । আমির ও পাসারুলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

রায়গঞ্জ, 21 জুন : পুরোনো বিবাদের জেরে এক প্রবীণ ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে । উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার আগডিমটিখুন্তি এলাকার মৌলানীগছ গ্রামের ঘটনা । মৃতের নাম শাকাতু মহম্মদ ( ৬৫) । অভিযুক্ত দুই ব্যক্তির নাম মহম্মদ আমির ও পাসারুল আলম । ঘটনার পর থেকেই পলাতক আমির ও পাসারুল । এলাকায় মোতায়েন পুলিশ পিকেট ।

একটি ছাগল নিয়ে দীর্ঘদিন ধরেই শাকাতুর সঙ্গে ওই গ্রামেরই স্থানীয় বাসিন্দা কবীর ও পাসারুলের বিবাদ চলছিল । আজ সকালে শাকাতুর নিজের বাড়িতে বসেছিলেন । সেইসময় বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় কবীরের বন্ধু আমির ও পাসারুল । গুলির শব্দ শুনে ঘটনাস্থানে আসেন স্থানীয় বাসিন্দারা । তাঁরা শাকাতুর করে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ভিডিয়োয় শুনুন মমতাজ আলির বক্তব্য

শাখাতুরের ছেলে মমতাজ আলি বলেন, "ছাগল নিয়ে দীর্ঘদিন ধরে পাসারুল ও আমিরের সঙ্গে বিবাদ ছিল আব্বার । আজ সকালে আব্বা বাড়ির উঠোনে বসেছিলেন । সেই সময় আমির ও পাসারুল তাঁকে লক্ষ্য করে গুলি করে । এরপর তারা পালিয়ে যায় । কেন তারা এই ঘটনা ঘটাল তা আমরা বুঝতে পারছি না ।" ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ । তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । আমির ও পাসারুলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

sample description
Last Updated : Jun 21, 2019, 8:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.