ETV Bharat / state

আয় নেই বেসরকারি বাসে, দুশ্চিন্তায় মালিকরা - রায়গঞ্জ

উত্তর দিনাজপুরে 6 জুন থেকে বেসরকারি বাস পরিষেবা চালু হয়েছে । এক সপ্তাহে লাভ নয়, লোকসান বেশি হচ্ছে বলে জানিয়েছেন বাস মালিকরা ।

Private bus service in raiganj
রায়গঞ্জে বেসরকারি বাস পরিষেবা
author img

By

Published : Jun 14, 2020, 7:06 AM IST

রায়গঞ্জ, 13 জুন : দীর্ঘ লকডাউনের পর গত শনিবার থেকে উত্তর দিনাজপুরে বেসরকারি বাস চলাচল শুরু হয়েছে । কিন্তু এক সপ্তাহ পর বেসরকারি বাস-মিনিবাস মালিকরা ক্ষতির সম্মুখীন । একে কোরোনা ভাইরাসের সংক্রমণ ভয়, অন্যদিকে আসনের সমসংখ‍্যক যাত্রী নিয়ে চলাচল । দুইয়ের গেরোয় লাভের মুখ দেখছেন না বাস মালিকরা । এই পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে বাস পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন উত্তর দিনাজপুরের বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক ।

এর পাশাপাশি শিলিগুড়ি রুটে ডালখোলার কাছে যানজটের কারণে বাস পরিষেবা ব্যাহত হচ্ছে । বাস মালিকদের দাবি, জমানো পুঁজি থেকে খরচ করে রাস্তায় বাস নামাতে হচ্ছে । এক সপ্তাহে রায়গঞ্জ-মালদা রুটে পাঁচটি, রায়গঞ্জ-বালুরঘাট রুটে পাঁচটি এবং রায়গঞ্জ- শিলিগুড়ি রুটে তিনটি করে বাস চলেছে । পাশাপাশি বেশকিছু স্থানীয় রুটে বেসরকারি বাস চলাচল করেছে । বাস মালিকদের আক্ষেপ, যাত্রী সংখ্যা খুব কম ছিল । প্রতি বাসে দেড় হাজার থেকে দু'হাজার টাকা করে আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি বাস মালিকদের । এই অবস্থায় স্থানীয় পুলিশ প্রশাসনকে পদক্ষেপ করতে আবেদন জানিয়েছেন বাস মালিকরা ।

রাজ্য সরকার বেসরকারি বাস সংগঠনের সঙ্গে বৈঠক করে 4 জুন থেকে রাস্তায় বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছিল । রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশন সেই সিদ্ধান্তের বিষয়ে শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসে । ওই বৈঠকে শ্রমিক সংঠনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য প্রত্যেক শ্রমিকের বিমার দাবি জানানো হয় । এছাড়াও বাসকর্মীদের PPE, হ্যান্ড স‍্যানিটাইজ়ার দেওয়ার দাবি জানানো হয় । মালিকপক্ষ শ্রমিকদের বিমা করার ক্ষেত্রে কিছু বিমা সংস্থার সঙ্গে আলোচনা করে । কিন্তু বিমা সংস্থা মালিকপক্ষের সেই দাবি নাকচ করে দেয় । ফলে, ওই তারিখ থেকে বাস পরিষেবা শুরু করা যায়নি । শেষ পর্যন্ত জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে পুরানো ভাড়া নিয়ে বাস চালু করতে রাজি হন মালিকরা ।

রায়গঞ্জ, 13 জুন : দীর্ঘ লকডাউনের পর গত শনিবার থেকে উত্তর দিনাজপুরে বেসরকারি বাস চলাচল শুরু হয়েছে । কিন্তু এক সপ্তাহ পর বেসরকারি বাস-মিনিবাস মালিকরা ক্ষতির সম্মুখীন । একে কোরোনা ভাইরাসের সংক্রমণ ভয়, অন্যদিকে আসনের সমসংখ‍্যক যাত্রী নিয়ে চলাচল । দুইয়ের গেরোয় লাভের মুখ দেখছেন না বাস মালিকরা । এই পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে বাস পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন উত্তর দিনাজপুরের বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক ।

এর পাশাপাশি শিলিগুড়ি রুটে ডালখোলার কাছে যানজটের কারণে বাস পরিষেবা ব্যাহত হচ্ছে । বাস মালিকদের দাবি, জমানো পুঁজি থেকে খরচ করে রাস্তায় বাস নামাতে হচ্ছে । এক সপ্তাহে রায়গঞ্জ-মালদা রুটে পাঁচটি, রায়গঞ্জ-বালুরঘাট রুটে পাঁচটি এবং রায়গঞ্জ- শিলিগুড়ি রুটে তিনটি করে বাস চলেছে । পাশাপাশি বেশকিছু স্থানীয় রুটে বেসরকারি বাস চলাচল করেছে । বাস মালিকদের আক্ষেপ, যাত্রী সংখ্যা খুব কম ছিল । প্রতি বাসে দেড় হাজার থেকে দু'হাজার টাকা করে আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি বাস মালিকদের । এই অবস্থায় স্থানীয় পুলিশ প্রশাসনকে পদক্ষেপ করতে আবেদন জানিয়েছেন বাস মালিকরা ।

রাজ্য সরকার বেসরকারি বাস সংগঠনের সঙ্গে বৈঠক করে 4 জুন থেকে রাস্তায় বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছিল । রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশন সেই সিদ্ধান্তের বিষয়ে শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসে । ওই বৈঠকে শ্রমিক সংঠনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য প্রত্যেক শ্রমিকের বিমার দাবি জানানো হয় । এছাড়াও বাসকর্মীদের PPE, হ্যান্ড স‍্যানিটাইজ়ার দেওয়ার দাবি জানানো হয় । মালিকপক্ষ শ্রমিকদের বিমা করার ক্ষেত্রে কিছু বিমা সংস্থার সঙ্গে আলোচনা করে । কিন্তু বিমা সংস্থা মালিকপক্ষের সেই দাবি নাকচ করে দেয় । ফলে, ওই তারিখ থেকে বাস পরিষেবা শুরু করা যায়নি । শেষ পর্যন্ত জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে পুরানো ভাড়া নিয়ে বাস চালু করতে রাজি হন মালিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.