বারাসত, 30 জুন : চাপে পড়ে অবশেষে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ করল উত্তর 24 পরগনা জেলা প্রশাসন । কিন্তু তাতেও কমল না ক্ষোভের আগুন । যদিও জেলা প্রশাসনের দাবি, তদন্ত করে তবে তালিকা প্রকাশ করা হয়েছে । আগামী বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে ।
20 মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে রাজ্যের 14 জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে । তারমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা । ঘূর্ণিঝড়ের 36 ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের দুর্গত এলাকা পরিদর্শনে আসেন । বসিরহাটে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন । ক্ষয়ক্ষতি মোকাবিলায় তিনি রাজ্যকে এক হাজার কোটি টাকা মঞ্জুর করেন । ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে 20 হাজার টাকা করে দেওয়া হয় । আর অশান্তির শুরু সেখান থেকে । অভিযোগ ওঠে, ঝড়ে ক্ষতি হয়নি এমন বহু মানুষ ক্ষতিপূরণের টাকা পেয়েছেন । আর তা নিয়ে বিভিন্ন পঞ্চায়েতে চলছে বিক্ষোভ । উত্তর 24 পরগনার বনগাঁ, বাগদা, গাইঘাটা, হাবড়া 1 ও 2, আমডাঙা, দেগঙ্গা, মিনাখাঁ, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি 1 ও 2, হাসনাবাদ ও স্বরূপনগরে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে । ক্ষতিপূরণের টাকা নিয়ে সংঘর্ষ, পঞ্চায়েত অফিস ভাঙচুর, জনপ্রতিনিধিকে জুটো-ঝাঁটা নিয়ে মারের ঘটনা সবচেয়ে বেশি হয়েছে মিনাখাঁ, দেগঙ্গা, সন্দেশখালি ও বাগদায় । এই বিষয়ে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকেন । তারপর তিনি ঘোষণা করেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ করতে হবে । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন । সোমবার থেকে জেলার 22টি ব্লকে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা ঝোলানো হয়েছে । আগামী বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ।
জেলা প্রশাসনের দাবি, 22টি ব্লক মিলিয়ে আংশিক ও পুরোপুরি ভেঙেছে এমন বাড়ির সংখ্যা সাড়ে চার লাখ । তার মধ্যে এক লাখ 23 হাজার মানুষ ক্ষতিপূরণের টাকা পেয়ে গেছেন । তাঁদের নামের তালিকা ব্লক অফিসগুলোয় ঝুলিয়ে দেওয়া হয়েছে । বাকি নামের তালিকা আগামী বৃহস্পতিবার দেওয়া হবে । যদিও CPI(M) ও BJP-র দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেকে এখনও ক্ষতিপূরণের টাকা পাননি । অথচ ক্ষতিগ্রস্থ না হয়ে অনেকে টাকা পেয়েছেন । ফলে ওই তালিকা স্বচ্ছ নয় । CPI(M)-এর উত্তর 24 পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুভাষ মুখোপাধ্যায় বলেন, "তালিকার প্রত্যেকটি নাম আমরা আবার খতিয়ে দেখব । তবে আমার ধরণা, চাপে পড়ে ভালো সাজার চেষ্টা করছে প্রশাসন । কারণ যারা ক্ষতিগ্রস্ত না হয়ে 20 হাজার টাকা নিয়েছেন, তারা সবাই টাকা ফেরত দেননি । যারা টাকা ফেরত দেননি, তাঁদের কারোর বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি । তা হলে কীসের স্বচ্ছতা ?"
BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবদাস মণ্ডল বলেন, “প্রশাসন ঘরে বসে তালিকা তৈরি করে তা ঝুলিয়েছে । ওই তালিকা স্বচ্ছ নয় ।” বনগাঁর মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায় বলেন, “বৃহস্পতিবারের মধ্যে মহাকুমার ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে । তারপর তা প্রকাশ করা হবে ।” জেলা প্রশাসনের এক শীর্ষস্থানীয় কর্তা জানিয়েছেন, 'প্রয়োজনীয় তদন্ত করে তালিকা তৈরি করা হচ্ছে । বৃহস্পতিবার তা চূড়ান্ত হবে ।"