ETV Bharat / state

জেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা, ভিড় রায়গঞ্জের কমলাবাড়ি হাটে - রায়গঞ্জের কমলাবাড়ির হাট

প্রতি শুক্রবার কমলাবাড়িতে হাট বসছে ৷ স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে ভিড় করছেন এলাকার বাসিন্দারা ৷

ignoring the rules of social distance
সামাজিক দূরত্ব বিধিকে উপেক্ষা করে বসছে হাট
author img

By

Published : Aug 7, 2020, 7:28 PM IST

রায়গঞ্জ, 7 অগাস্ট : মুখে মাস্ক নেই । মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ৷ সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করেই হাট বসছে ৷ উপচে পড়ছে ভিড় ৷ এই ছবি ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকার সাপ্তাহিক হাটে ৷

বহু বছর ধরে শুক্রবার এই হাট বসে ৷ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি একাধিক জায়গা থেকে অনেকেই সেখানে আসে ৷ কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই প্রতিটি দোকানে ভিড় উপচে পড়তে দেখা গেছে সেখানে ৷

কমলাবাড়ি হাটের মালিক সংগঠনের সদস্য সৈয়দ হাসিম বলেন, "প্রতি শুক্রবার করে কমলাবাড়ি এলাকায় হাট বসে ৷ ভিড় উপচে পড়ছে ৷ কোরোনা পরিস্থিতি এড়াতে আমরা প্রচার চালাচ্ছি ৷ আমরা মাইকিং করছি যেন সেখানে হাট যেন না বসে ৷"

উত্তর দিনাজপুরে কোরোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে ৷ জেলায় আক্রান্তের সংখ্যা 1 হাজার 277 ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1 হাজার 86 জন ৷ এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 13 জনের ৷ উপসর্গযুক্ত আক্রান্তদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাকি উপসর্গহীন আক্রান্তদের সেফ হোম, হোম কোয়ারানটিনে রাখার নির্দেশ দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ ৷

রায়গঞ্জ, 7 অগাস্ট : মুখে মাস্ক নেই । মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ৷ সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করেই হাট বসছে ৷ উপচে পড়ছে ভিড় ৷ এই ছবি ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকার সাপ্তাহিক হাটে ৷

বহু বছর ধরে শুক্রবার এই হাট বসে ৷ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি একাধিক জায়গা থেকে অনেকেই সেখানে আসে ৷ কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই প্রতিটি দোকানে ভিড় উপচে পড়তে দেখা গেছে সেখানে ৷

কমলাবাড়ি হাটের মালিক সংগঠনের সদস্য সৈয়দ হাসিম বলেন, "প্রতি শুক্রবার করে কমলাবাড়ি এলাকায় হাট বসে ৷ ভিড় উপচে পড়ছে ৷ কোরোনা পরিস্থিতি এড়াতে আমরা প্রচার চালাচ্ছি ৷ আমরা মাইকিং করছি যেন সেখানে হাট যেন না বসে ৷"

উত্তর দিনাজপুরে কোরোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে ৷ জেলায় আক্রান্তের সংখ্যা 1 হাজার 277 ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1 হাজার 86 জন ৷ এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 13 জনের ৷ উপসর্গযুক্ত আক্রান্তদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাকি উপসর্গহীন আক্রান্তদের সেফ হোম, হোম কোয়ারানটিনে রাখার নির্দেশ দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.