রায়গঞ্জ, 6 অক্টোবর : এবার রায়গঞ্জের বিদ্রোহী ক্লাবের পুজোর সুবর্ণজয়ন্তী বর্ষ । কিন্তু কোরোনা সংক্রমণের জেরে কোনও জাঁকজমক ছাড়াই এবার পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
রায়গঞ্জের ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম হল বিদ্রোহী ক্লাবের পুুজা । এবারে 50 বছরে পা দিল এই পুজো । তাই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল প্রায় এক বছর আগে থেকেই । মণ্ডপসজ্জার পাশাপাশি চন্দননগরের আলোকসজ্জা সবকিছুরই প্রস্তুতি নেওয়া হয়েছিল । এমনকী বিভিন্ন সমাজসেবামূলক কাজেরও পরিকল্পনা নেন ক্লাব কর্তারা । কিন্তু, কোরোনা পরিস্থিতিতে সবই বাতিল করা হয়েছে ।
পুজো কমিটির অন্যতম কর্মকর্তা দীপক সাহা বলেন, "কোরোনা আবহে মানুষের আর্থিক অবস্থা খারাপ । এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে রায়গঞ্জ শহরের মানুষ ।" এই অবস্থায় কারও কাছ থেকে কোনও চাঁদা তুলবেন না বলে জানিয়েছেন ক্লাব কর্তারা । ক্লাবের সদস্যদের অর্থ দিয়েই দুর্গা মন্দিরেই এবারে পুজো করবেন তাঁরা ।