ETV Bharat / state

বৈদ্যুতিক শক লাগবে না, সুইচ বোর্ড তৈরি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীর

author img

By

Published : Jan 10, 2021, 7:36 PM IST

Updated : Jan 11, 2021, 12:19 PM IST

বৈদ্যুতিক শক খাওয়ার হাত থেকে বাঁচতে অভিনব সুইচ বোর্ড তৈরি করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী বাপ্পা রায় । ভেজা হাতেও ইলেকট্রিকের সুইচ বোর্ডে হাত পড়লেও যাতে শক না লাগে এমনই সুইচ বোর্ড উদ্ভাবন করলেন তিনি ।

বৈদ্যুতিক জুতোর পর, বিদ্যুৎহীন সুইচ বোর্ড তৈরি করে তাক লাগালেন রায়গঞ্জের বাপ্পা রায়
বৈদ্যুতিক জুতোর পর, বিদ্যুৎহীন সুইচ বোর্ড তৈরি করে তাক লাগালেন রায়গঞ্জের বাপ্পা রায়

রায়গঞ্জ, 10 জানুয়ারি : প্রথমে ইভটিজ়িং প্রতিরোধে মেয়েদের জন্য নতুন ধরনের জুতো তৈরি । এবার অভিনব সুইচ বোর্ড তৈরি করে প্রশংসা কুড়োলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের কর্মী বাপ্পা রায় । সুইচ বোর্ডে অসতর্কভাবে হাত দিলেই যে কোনও সময় বিদ্যুতের শক লাগে । তবে এই অভিনব সুইচ বোর্ডে সে ভয় আর নেই বলে দাবি করেছেন বাপ্পা রায় ।

এর পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণ ও বিল কম আসার জন্য সোলার সেলের একটি ডিভাইস তৈরি করেছেন তিনি। এই ডিভাইসে ইলেকট্রিক সুইচ বোর্ড থেকে একটি বা দুটি আলো জ্বালাতে হবে। পরবর্তীতে সেই আলো গিয়ে পড়বে সোলার সেলের উপর। তখনই সোলার সেল চার্জিং হওয়া শুরু হবে।

বৈদ্যুতিক শক লাগবে না, সুইচ বোর্ড তৈরি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীর

এই নিয়ে তিনি বলেন, "স্কুল, কলেজ, অফিসে বিদ্যুতের খরচ কমানোর জন্য এটি আদর্শ উপায় । ছোটো জায়গা হলে মেইন লাইন থেকে একটি আলো জ্বালালেই হবে । সেই আলো সোলার সেলের উপর গিয়ে পড়লে সেখান থেকে অন্যান্য আলো ও ফ্যান সহজেই চালানো যাবে ৷ আর জায়গা বড় হলে মেইন লাইন থেকে দুটো আলো জ্বালিয়ে বাকি সব আলো সোলারের মাধ্যমেই জ্বালানো সম্ভব । তবে সোলার সেলের আকার যত বড় হবে, তত আলোর প্রাবল্য বাড়বে ।"

আরও পড়ুন : বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা

এই সুইচ বোর্ড তৈরিতে সাহায্য করেছেন সংশ্লিষ্ট বিভাগের পড়ুয়ারা । এবিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দুর্লভ রায় বলেন, "বাপ্পা রায় আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী । একটি অভিনব সুইচ বোর্ড তৈরি করেছে । তার এই উদ্ভাবনী ধারণা আমাদের খুবই ভালো লেগেছে । এবং ছাত্রছাত্রীদের গবেষণার ক্ষেত্রে সহযোগিতা করেছে । ভবিষ্যতে এই সুইচ বোর্ড বাজারিকরণ করা যায় তার দিকে আমরা নজর দেব । ইতিমধ্যেই 3-4 টি সুইচ বোর্ড তৈরি করেছে । যা ফলপ্রসূ হয়েছে ।"

রায়গঞ্জ, 10 জানুয়ারি : প্রথমে ইভটিজ়িং প্রতিরোধে মেয়েদের জন্য নতুন ধরনের জুতো তৈরি । এবার অভিনব সুইচ বোর্ড তৈরি করে প্রশংসা কুড়োলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের কর্মী বাপ্পা রায় । সুইচ বোর্ডে অসতর্কভাবে হাত দিলেই যে কোনও সময় বিদ্যুতের শক লাগে । তবে এই অভিনব সুইচ বোর্ডে সে ভয় আর নেই বলে দাবি করেছেন বাপ্পা রায় ।

এর পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণ ও বিল কম আসার জন্য সোলার সেলের একটি ডিভাইস তৈরি করেছেন তিনি। এই ডিভাইসে ইলেকট্রিক সুইচ বোর্ড থেকে একটি বা দুটি আলো জ্বালাতে হবে। পরবর্তীতে সেই আলো গিয়ে পড়বে সোলার সেলের উপর। তখনই সোলার সেল চার্জিং হওয়া শুরু হবে।

বৈদ্যুতিক শক লাগবে না, সুইচ বোর্ড তৈরি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীর

এই নিয়ে তিনি বলেন, "স্কুল, কলেজ, অফিসে বিদ্যুতের খরচ কমানোর জন্য এটি আদর্শ উপায় । ছোটো জায়গা হলে মেইন লাইন থেকে একটি আলো জ্বালালেই হবে । সেই আলো সোলার সেলের উপর গিয়ে পড়লে সেখান থেকে অন্যান্য আলো ও ফ্যান সহজেই চালানো যাবে ৷ আর জায়গা বড় হলে মেইন লাইন থেকে দুটো আলো জ্বালিয়ে বাকি সব আলো সোলারের মাধ্যমেই জ্বালানো সম্ভব । তবে সোলার সেলের আকার যত বড় হবে, তত আলোর প্রাবল্য বাড়বে ।"

আরও পড়ুন : বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা

এই সুইচ বোর্ড তৈরিতে সাহায্য করেছেন সংশ্লিষ্ট বিভাগের পড়ুয়ারা । এবিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দুর্লভ রায় বলেন, "বাপ্পা রায় আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী । একটি অভিনব সুইচ বোর্ড তৈরি করেছে । তার এই উদ্ভাবনী ধারণা আমাদের খুবই ভালো লেগেছে । এবং ছাত্রছাত্রীদের গবেষণার ক্ষেত্রে সহযোগিতা করেছে । ভবিষ্যতে এই সুইচ বোর্ড বাজারিকরণ করা যায় তার দিকে আমরা নজর দেব । ইতিমধ্যেই 3-4 টি সুইচ বোর্ড তৈরি করেছে । যা ফলপ্রসূ হয়েছে ।"

Last Updated : Jan 11, 2021, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.